23-12-2023, 04:13 PM
(This post was last modified: 23-12-2023, 04:50 PM by midagelover. Edited 1 time in total. Edited 1 time in total.)
বুড়ির কথা শুনে একটু লজ্জাই পেলাম। শিরিন তো মুখ ফুটে বলেই ফেললো,"আপনার মুখে কোন কথা আটকায় না ?" বুড়ি ফোকলা দাঁত বের করে হাসতে হাসতে বললো, "বুঝবি বুঝবি, তোর বিয়ে হলে তুইও বুঝবি।"
এবার আমার বাবার বর্ণনায় একটু আসা যাক। আমার বাবা একজন টিপিক্যাল মধ্যবিত্ত ব্যবসায়ী। মাথায় বিশাল বড় টাক, ঠোঁটের উপরে মোটা গোঁফ।গ্রামের বাজারে হাঁড়ি-পাতিলের ব্যবসা করে। মা বাবাকে অনেকবার বলেছে একটু টাকা ইনভেস্ট করে ঢাকা যেয়ে ব্যবসা করতে, তাহলে হয়ত পরিবারের আর্থিক অবস্থাটাও কিছুটা ফিরবে।বাবার অবশ্যই সেইসবে কোনদিনো ভ্রুক্ষেপ ছিল না।
যাই হোক মূল গল্পে ফেরা যাক। মা ঘুম থেকে উঠে আমাদের বললো, "দেখলি এতদিন পর বাসায় ফিরলাম, তোর বাবা একটু খোঁজ নিতেও আসলো না।সেই দোকানেই মুখ গুঁজে পরে আছে।" শিরিন মাকে সান্তনা দিয়ে বললো,"আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এখন খেয়ে নাও।" রাতে বাবার বাসায় আসার পরে অবশ্য মাকে কোনো রাগ দেখাতে দেখলাম না। উল্টো নিজে থেকে খাবার প্লেটে বেঁড়ে দিচ্ছিলো। গত একমাসের খোঁজ খবর নিচ্ছিলো।
রাতে পড়ার টেবিলে বসে আছি।মাথায় সারাক্ষণ বুড়ির কথাটা ঘুরছিলো। মা-বাবার মধ্যে কি সত্যিই আজকে ঘাপাঘাপ হব! ইস দেওয়ালের ফুঁটা দিয়ে যদি কিছু দেখতে পারতাম।
এবার আমার বাবার বর্ণনায় একটু আসা যাক। আমার বাবা একজন টিপিক্যাল মধ্যবিত্ত ব্যবসায়ী। মাথায় বিশাল বড় টাক, ঠোঁটের উপরে মোটা গোঁফ।গ্রামের বাজারে হাঁড়ি-পাতিলের ব্যবসা করে। মা বাবাকে অনেকবার বলেছে একটু টাকা ইনভেস্ট করে ঢাকা যেয়ে ব্যবসা করতে, তাহলে হয়ত পরিবারের আর্থিক অবস্থাটাও কিছুটা ফিরবে।বাবার অবশ্যই সেইসবে কোনদিনো ভ্রুক্ষেপ ছিল না।
যাই হোক মূল গল্পে ফেরা যাক। মা ঘুম থেকে উঠে আমাদের বললো, "দেখলি এতদিন পর বাসায় ফিরলাম, তোর বাবা একটু খোঁজ নিতেও আসলো না।সেই দোকানেই মুখ গুঁজে পরে আছে।" শিরিন মাকে সান্তনা দিয়ে বললো,"আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এখন খেয়ে নাও।" রাতে বাবার বাসায় আসার পরে অবশ্য মাকে কোনো রাগ দেখাতে দেখলাম না। উল্টো নিজে থেকে খাবার প্লেটে বেঁড়ে দিচ্ছিলো। গত একমাসের খোঁজ খবর নিচ্ছিলো।
রাতে পড়ার টেবিলে বসে আছি।মাথায় সারাক্ষণ বুড়ির কথাটা ঘুরছিলো। মা-বাবার মধ্যে কি সত্যিই আজকে ঘাপাঘাপ হব! ইস দেওয়ালের ফুঁটা দিয়ে যদি কিছু দেখতে পারতাম।