19-12-2023, 02:02 PM
এ পর্বের নাম হওয়া উচিত ছিল দোটানা। শালা কি সাংঘাতিক পর্ব! প্রত্যেকটা মানুষের মানসিক কষ্টটা ফুটে উঠেছে এ পর্বে। রিপু রাজের ক্রমশ বিকাশ থেকে শুরু করে এক অদ্ভুত আকর্ষণ যার মধ্যে শরীরী চাহিদা নেই, আছে শুধুই আপন ওরে নেবার চাহিদা দুই দিকই স্পষ্ট ভাবে প্রকাশ পেয়েছে। দিদিমনির স্বামীকে প্রথম বার দেখে আদিম প্রবৃত্তির সহসা জাগরণ ও অনুশোচনা আর শেষ অংশে ভালোবাসার বহিঃপ্রকাশ সব মিলে গল্পের অন্যতম সেরা পর্ব হয়ে থেকে যাবে এটি। সব রেপু লাইক ডিসার্ভ করে এই পর্ব। ♥️