18-12-2023, 04:39 PM
রেবেকার মতো একটা চরিত্র না ঢোকালে গল্পটা ঠিক এগোতে পারছিল না।
পলাশ, ডাক্তার আর কমল; গল্পের মধ্যে পুরুষ চরিত্র তিনজন। এছাড়া নারী চরিত্র দুটি, গোপা আর রেখা।
তার মধ্যে রেখা অসুস্থ। একা গোপার পক্ষে, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হবে না বুঝেই; রেবেকা চরিত্রের আগমন।
প্রাক বিবাহ জীবনে রেবেকা নার্স ছিল। ডাক্তারের পয়সার লোভে, ডাক্তারকে ফাঁসিয়ে বিয়ে করে। সন্ধ্যেবেলা চরতে বেরিয়ে, মাঝ রাত্তির পার করে বাড়ি ফেরে। অবশ্য, ডাক্তারকে কোনদিন অসুখী রাখেনি রেবেকা। বাইরে, ডাক্তারের একটু এদিক ওদিক; সেটা নিয়েও রেবেকা মাথা ঘামায় না। হাত খরচের টাকা পেলেই, রেবেকার চলে যায়।
গোপার মেয়ের, বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে; শুনেই রেবেকার একটু ইন্টারেস্ট হয়েছিল।
পলাশ, ডাক্তার আর কমল; গল্পের মধ্যে পুরুষ চরিত্র তিনজন। এছাড়া নারী চরিত্র দুটি, গোপা আর রেখা।
তার মধ্যে রেখা অসুস্থ। একা গোপার পক্ষে, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হবে না বুঝেই; রেবেকা চরিত্রের আগমন।
প্রাক বিবাহ জীবনে রেবেকা নার্স ছিল। ডাক্তারের পয়সার লোভে, ডাক্তারকে ফাঁসিয়ে বিয়ে করে। সন্ধ্যেবেলা চরতে বেরিয়ে, মাঝ রাত্তির পার করে বাড়ি ফেরে। অবশ্য, ডাক্তারকে কোনদিন অসুখী রাখেনি রেবেকা। বাইরে, ডাক্তারের একটু এদিক ওদিক; সেটা নিয়েও রেবেকা মাথা ঘামায় না। হাত খরচের টাকা পেলেই, রেবেকার চলে যায়।
গোপার মেয়ের, বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে; শুনেই রেবেকার একটু ইন্টারেস্ট হয়েছিল।
তারপরে যখন শুনলো, শাশুড়ি জামাই; তখন জোর করেই, আজকের ব্যাপারটা ঘটিয়ে দিলো রেবেকা।