Thread Rating:
  • 4 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica হটাৎ এক রাতে (অন‍্যভূবন মিশন সিরিজ থেকে)【সমাপ্ত】
#5
দ্বিতীয় পর্ব: পরিচয়
~~~~~~~~~~~~

সমুদ্রে চাদেঁর আলোয় দুজন))


সমুদ্র শান্ত হয়ে আছে, শিরশিরে বাতাসে ঢেউ এসে আচড়ে পড়ছে তীরে৷ চাঁদের মোহময় আলোয় চিকচিক করছে তীরের বালুগুলি। কিছুটা অদ্ভুত লাগছে আমার, এই তো এক ঘন্টাও হবে না মেয়েটার সাথে দেখা,নামটাও জানা নেই,নাম বললে কী সমস্যা ঠিক বুঝতে পারছিনা, বোঝার চেষ্টাও করছি না,অথচ তার ব‍্যাগ ও জুতো আমার হাতে,আজব এই পৃথিবীতে কতো আজব ঘটনাই না ঘটে।


মেয়েটা আমার থেকে কিছুটা সামনে, সমুদ্রের জলে ভেজা বালির ওপরে তার নগ্ন পাগুলো গেথে গেথে হাটছে ,তার পেছনে পায়ে ছাপ গুলো শান্ত সমুদ্রের ছোট ছোট ঢেউ মুছে যাচ্ছে। তার সোনালী চুলগুলি সমুদ্রের বাতাসে উড়ছে।


আমি চার পাশে চোখ ঘুরিয়ে দেখে নিলাম,না আসেপাশে কোনো উঁচু জায়গা নেই! উফফ্" স্বপ্নটা কথা ভুলতে পারছি না নিজেকে বোঝাতে লাগলাম 'স্বপ্ন কখনো সত্যি হয় না" ""স্বপ্ন স্বপ্ন কখনো সত্যি....


!??:-আপনি বাঙ্গালী?


আমি মেয়েটা দিকে তাকালাম,শাড়ি ওপরে কালো জ‍্যাকেটা খুব একটা খারাপ লাগছে না।মেয়ে হাতে একটা কাগজ


আকাশ:-অনুমতি ছাড়া কারো চিঠি পড়া ঠিক নয়


!??:-সরি".....(হাত বারিয়ে চিঠিটা আমার দিকে ধরলো)


আকাশ:-(এগিয়ে গিয়ে চিঠিটা হাতে নিলাম)..তো কোথায় যাবেন আপনি?


মেয়েটা প্রশ্নের কোন উত্তর না দিয়ে ভেজা বালির ওপড়ে হাটু ভাজ করে বসে আঙুল ডুবিয়ে কিছু লিখতে লাগলো,কিন্তু অর্ধেক টা লিখতেই সমুদ্রের একটা ছোট্ট ঢেউ এসে লেখাটা মুছে দিলো।


!??-আপনি বারে যে গানটা গাইছিলেন সেটা কি আর একবার গাইবেন..পুরো গানটা শুনতে ইচ্ছে করচ্ছে


আকাশ:-(মেয়েটার পাশে বসে সমুদ্রের দিকে তাকিয়ে) না!


!??:-দেবাঙ্গী!!


আকাশ:- মানে!


দেবাঙ্গী:-আমার নাম দেবাঙ্গী


আকাশ:-আমার না...


দেবাঙ্গী:-আকাশ! তাইতো?


আকাশ:-.....


দেবাঙ্গী:-সমুদ্র কত শান্ত হয়ে আছে তাইনা?


আকাশ:-আপনার কণ্ঠটাও অনেক শান্ত,ঠান্ডা আর

শীতল। খুব মিষ্টি ও আবেগে মাখা গলা। সমুদ্রটাও সেরকম শান্ত আর সুন্দর,আপনার কণ্ঠের মত।ইচ্ছে

করছে খেয়ে ফেলি।



ঢেউ এসে পায়ের উপর আচড়ে পড়ছে। পা ভিজিয়ে দিয়ে আবারও সমুদ্রে নেমে যাচ্ছে। চারিদিকে চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়েছে। চাঁদের আলোয় সমুদ্রকে এতটা লোভনীয় লাগে যে সত্যিই খেয়ে ফেলতে ইচ্ছে করে৷ আকাশটা একেবারেই ফাঁকা। জোৎস্নার কারণে নক্ষত্রগুলোকে চোখে পড়ছে না। বিশাল আকাশ ও প্রশস্ত সমুদ্র দেখে বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে।


আকাশ:-আপনার কী কোন বিপদে পরেছেন,বা হাসবেন্ডের সাথে কোন ঝামেলা!!


দেবাঙ্গী:-.....


আকাশ:-ঠিক আছে বলতে হবে না ..আপনি কোথায় থাকেন বলুন পৌঁছে দেবো


দেবাঙ্গী:-.....


কিছুক্ষণ অপেক্ষা করে কোনো উত্তর না পেয়ে আমি দেবাঙ্গীর দিকে মুখ ফিরিয়ে দেখলাম,দেবাঙ্গী অন‍্য দিকে তাকিয়ে আছে,তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে দেখি,আমাদের থেকে কিছুটা দূরে একটা বড় পাথরে কাছে একটা ছেলে একটি মেয়েকে জড়িয়ে ধরে খুব গভীর ভাবে চুম্বন করছে,ছেলেটির একটি হাত মেয়েটির বুকের ওপরে,মেয়েটা এদিকে তাকাতেই দেবাঙ্গী মুখ ফিরিয়ে নিলো,এদিক তাকাতেই এক জোড়া চোখ চোখে পড়লো। নিমিষে সে চোখ নামিয়ে নিলো,লজ্জায়! হয় তো বা।


আকাশ:-আমাদের মনে হয় আর এখানে বসে থাকা ঠিক হবে না


আমি উঠে একটা হাত বাড়িয়ে দিলাম দেবাঙ্গীর দিকে


আকাশ:-উঠে আসুন


দেবাঙ্গীর আমার হাত প্রয়োজন হলো না ,নিজে থেকেই উঠে এগিয়ে যেতে লাগলো,আমি আবারও আগের মতো জুতো ও ব‍্যাগ হাতে অচেনা মেয়েটিকে অনুসরণ করতে লাগলাম,অচেনা!! না সম্পূর্ণ অচেনা নয় তার নাম টা তো জানা হলো"দেবাঙ্গী"


*******************


রেস্টুরেন্টে)))


রাস্তার ধারে রেস্টুরেন্ট দেখে মনে পড়ল যে বেশ জোরে খিদে পেয়েছে। ভেতরে ঢুকে চটপট অনেক গুলো খাবার অর্ডার দিলাম একসঙ্গে। দেবাঙ্গী আসতে চাইছিলো না....


দেবাঙ্গী:-একটা প্রশ্ন করতে পারি?


আকাশ:-আপনি কিছুই খাচ্ছেন না! অন‍্য কিছু অর্ডার করবো


দেবাঙ্গী:-আগেই বলেছি আমি কিছু খাবো না,..আপনি আমার প্রশ্নের জবাব দেন নি


আকাশ:- কী জানতে চাইছেন ?


দেবাঙ্গী:-আপনার বন্ধুকে সাহায্য করতে আপনি কি যাবেন?


আকাশ:-(খাবার খাওয়া রেখে দেবাঙ্গী মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো)..এটা বলতে চাইছি না।


দেবাঙ্গী:-উনি আপনার উপর অনেক প্রত‍্যাশা রেখে চিঠিটি লিখেছেন... আপনার যাওয়া উচিৎ


আকাশ:-হয় তো বা....


দেবাঙ্গী:-আপনার কি করেন জানতে পারি?


আকাশ;-আপনি বলেছিলেন একটা প্রশ্ন করবেন,আমার কাজ গোপন জিনস খুঁজে বের করা।


দেবাঙ্গী:-...


আকাশ:-এভাবে তাকিয়ে আছেন কেনো! এরচেয়ে ভালো করে বোঝাতে পারবো না,জানেন তো জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা।


আবারও রাস্তায়)))


আকাশ:-.... বাসার কাছেই একটা টি-মোবাইল শপ হটাৎ কখনো কথা বলতে যাই। তবে ফোনে নয় মেয়েটার সাথে। এক বাঙালী সেলসগার্ল কাজ করে সেখানে। কারো সময় নেই তার পরো সুযোগ করে একদিন জিগ্যেস করলাম, 'বাড়ি কোথায়? বললো, 'বগুড়া'। এতটুকুই কথাবার্তা।পার্ট টাইম কাজ। ১২ ঘন্টা দাঁড়িয়ে থাকার কাজ। বসা বা বিশ্রামের সুযোগ নেই। সিসি ক্যামেরা তাক করা। সোজা হয়েই চলতে হবে। কাস্টমার নাখোশ হলে সোজা 'ফায়ার'। ফায়ার মানে 'আউট'।


দেবাঙ্গী:-আপনি চুপ করবেন ,এই সব শুনতে ভালো লাগছে না


ব‍্যস্ত রাস্তা,লোকজন হেটে যাচ্ছে তার আপন গন্তব্যে। তার মধ্যে আমি ও দেবাঙ্গী হাটছি গন্তব্য অজানা। বেশ অনেক ক্ষণ ধরে কথা বলছি কিন্তু দেবাঙ্গী মেয়েটার সাথে সহজ হতে পারছিনা বা মেয়েটি হতে দিচ্ছে না


আকাশ:-তাহলে অন‍্য কিছু নিয়ে কথা বলি,আপনি কি কোন চাকরি করেন?


দেবাঙ্গী:-না....আমি হাউস ওয়াইফ


আকাশ:ওয়াও,সো ইউ আর এ বিউটিফুল হার্ড-ওয়ার্কিং ওম্যান


দেবাঙ্গী:-আপনি কি ফ্লার্ট করার চেষ্টা করছেন?


আকাশ:-মেইবি


দেবাঙ্গী হাটা থামিয়ে ঘুরে দাড়ালো। তার চেহারায় একটু রাগ ফুটে উঠেছে। দেবাঙ্গীর রাগী মুখটা ভীষন মায়াবী লাগছে।


দেবাঙ্গী:-আপনার এই সব ফ্লার্ট আমার সাথে চলবে না তাই করার চেষ্টা ও করবেন না


আকাশ:-

রাগ করেছে দেবাঙ্গী

চোখ করেছে লাল,

ঠোঁট ফুলেছে, চোখ ফুলেছে

ফুলছে দুটো গাল। হা হাহা


দেবাঙ্গী আকাশ পাশ কাটিয়ে রাস্তায় নেমে পড়লো। আমি দেবাঙ্গীর হাতটা ধরে জোরে একটানে বুকের সাথে জরিয়ে ধরলাম। বাম দিক থেকে তীব্র বেগে আসতে থাকা গাড়িটা একদম প্রায় গা ছুয়ে কিছুটা এগিয়ে গিয়ে থেমে গেলো। আর একটু হলেই দেবাঙ্গীর সাথে ধাক্কা খেতো গাড়িটা। গাড়িটির কাঁচ নামিয়ে একজন বলে উঠলো


–আর ইউ ব্লাইন্ড অর হোয়াট


আকাশ-:-সরি!!!


গাড়িটা চলে গেলো,দেবাঙ্গী আমার বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে গেলো,আমি দেবাঙ্গীর মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখতে লাগলাম,এই মেয়েটিকে যে অদ্ভুত কারণে ভালো লাগছে তা ধরে চেষ্টা করলাম, কিন্তু কোনো ভাবেই ধরতে পারছি না কারণটা।


আকাশ:-গার্ল ইউ আর এ ট্রাবল মেকার
[Image: Media-231006-011546.gif] 
The way to get started is to quit talking and begin doing.
=================================""ধন্যবাদ""
উত্তেজনা সয় না রিবুট/পরবর্তী আপডেট– ১০/০৪/২০২৪ ~My blog link~

[+] 4 users Like FreeGuy@5757's post
Like Reply


Messages In This Thread
RE: হটাৎ এক রাতে (অন‍্যভূবন: mission সিরিজ থেকে) - by FreeGuy@5757 - 12-12-2023, 04:14 AM



Users browsing this thread: 1 Guest(s)