10-12-2023, 07:07 PM
(10-12-2023, 01:07 AM)Avishek Wrote: সহমত। এটা সত্যিই হেব্বি একটা গল্প। বিশেষ করে শেষ ভাগটা। এমন আরেকটা আরেকটা লেখা বা এটার সফলতা রিপিট করতে যাওয়া হয়তো ঠিক হবেনা। কিন্তু অন্য রকম কিছু একটা গল্প তো আমরা পেতেই পারি আপনার থেকে। যেটা নিজের মতো করে সফলতা পাবে।
♥️♥️♥️
এই কাহিনীর মধ্যে যতই উত্তেজক মিলন দৃশ্য থাকুক না কেন, আমার কাছেও ওই শেষ অংশটা আলাদা মাত্রা রাখে। আমার এই গল্পটি আপনাদের সকলের প্রিয় হয়ে ওঠার পেছনে ওই শেষ অংশটার কিছুটা হাত আছে বলে আমিও মনে করি। আমারও ইচ্ছে হয় আবারো হরর কিছু নিয়ে আসি আপনাদের সামনে। দুই বছর পরপর ভৌতিক গল্প লিখেছি ভয় সিরিজের। যদিও তা শুধুই ভৌতিক। কিন্তু আমার ইরো হরর লেখার ইচ্ছে আমারও। যেখানে ভয়ের সাথে রসালো ব্যাপার থাকবে
দেখি কিছু একটা লিখবো সময় করে।