Thread Rating:
  • 135 Vote(s) - 3.69 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery পদ্ম নাগের বিষ
রমা ওকে বাধা দিয়ে ইউসুফ মোল্লাকে বললে---এর পরেও কি আপনাদের কোনো সমস্যা আছে?

ইউসুফ মোল্লা একটু অবাক হল বটে, একজন শহরের এমন শিক্ষিতা মহিলা কি করে এই বেদের সাথে সংসার করবে! তবে ও সকলকে খান্ত করে বললে---ঠিক আছে দিদিমণি। তালে আমাদের কুনো সমস্যা লাই। আমি তো শম্ভুরে সেকুথাই বলেছিলি, তু যদি বিয়ে শাদী করে রাখিস, তালে কারুর কুনো সমস্যা লাই।
তারপর নিজের লোকেদের বললে---এই চল সকলে। দিদিমণি কিছু মনে করবেন লাই। ই বেদের বাপটারে আমি সম্মানটা করি, আমি কখুনো চাই লাই শম্ভুর ক্ষতি হোক।

ওরা চলে যাবার আগে মণ্ডল পাড়ার এক ছোকরা বললে---কাল মন্দিরে দিখব বে'টা হয় কি লা।


শম্ভু বললে---দিদিমণি আপনি কিসব বইলেন, আপানার বে হয়ে গিছে। মাস্টার বাবুটা আপনার স্বামী! কি কইরে এসব....!

রমা মৃদু হেসে বললে---দেখো শম্ভু, তোমাকে আমি ভাইয়ের মত ভাবি। আমার ছেলের চিকিৎসা করানোর জন্য এটুকু মিথ্যে বললে কিচ্ছু এসে যায় না।

শম্ভুর বুকে অদ্ভুত একটা অবাস্তবোচিত উন্মাদনা যেটা তৈরি হয়েছিল, যে উন্মাদনা নিয়ে সে সন্দিহান হয়েও বুকের মধ্যে মুহূর্তের জন্য রঙবেরঙের ঘর তৈরি হয়েছিল, তা হুড়মুড় করে ভেঙে গেল। লজ্জায় সে হেসে ফেলল ঈষৎ। মনে করলে, সত্যিই ক্ষণিকের জন্য কিসব ভাবনা হয়েছিল তার!


ষষ্ঠীপদ অবশ্য বললে---ওরা কি বিশ্বাস কইরবে, যে দিদিমণি শম্ভুরে কাল বে কইরবে! দীননাথ হয়ত চর পাঠায়ে খোঁজ লিবে সত্যি বে হছে লা কি মিথ্যা। তাছাড়া ইউসুফ সাহেবের লোক শাসায় গিছে, কাল মন্দিরটায় লা কি দিখবে বে'টা হয় কি লা!

শম্ভু বলে উঠল---তুর কি মাথা খারাপ। তা বইলে কি দিদিমণি সত্যি সত্যিই আমারে বে করবে লা কি! উদের বিশ্বাস করাইতে আর কি কি কইরতে হবে শুনি?

রমা বললে---নিছক একটা বিয়ের নাটক করা যায় না? এখানে কোনো মন্দিরে? দেখো ভাই, আমার ছেলেটাকে নিয়ে আমি চিন্তিত। ওকে শুধু সুস্থ করে দাও।

শম্ভু সত্যিই একটু লজ্জিত বোধ করল। সে ভীমনাগ বেদের ছেলে হয়েও একজন অসহায় মহিলার সাপে কাটা সন্তানকে বাঁচাতে তাকে দ্বিধাজীর্ণ হতে হচ্ছে। বললে---দিদিমণি, বে একটা নিয়ম আছে, সে কি কইরে হবে। আপনি হইলেন বে করা অন্যের বউ। মাস্টার বাবুর বউটা আছেন আপনি। মন্দিরে পুরুত ডাইকে বে কইরা ঠিক লয়।

ষষ্ঠীও তাল মিলিয়ে বললে---ঠিক কছে শম্ভু। বে করা একজন কি কইরে অন্যরে ঠাকুরের সামনে আবার বে করবে। দিদিমণি আপনি বিপদে পইড়ছেন বলে যা লয় তা করতে হবে লা কি। দিখা যাক কদ্দুর উরা কি কইরে।


রমা ওদের শান্ত করল। বললে---দেখো আমার স্বামী নাস্তিক মানুষ। সে এসব রীতিনীতিতে বিশ্বাস করে না। আমিও তেমন একটা করি না। ফলে ক্ষণিকের জন্য এসব লোকচারে আমাদের কিছু আসে যায় না। আমাদের কাছে আমাদের সন্তানের সুস্থ হয়ে ওঠাটাই বড়।

রমার প্রতি শম্ভুর শ্রদ্ধা বেড়ে গেল অনেকগুন। একজন মা তার সন্তানের জন্য সব কিছু করতে রাজি। বড্ড অসহায়ও লাগছে শম্ভুরও। বড্ড পীড়া দিচ্ছে তার মনে; এমন সভ্রান্ত সুশিক্ষিতা নারীর অসহায়তার জন্য তাকে বিয়ে করতে বাধ্য হচ্ছে। টা নাহলে জাতিতে বেদে, হাভাতে অশিক্ষিত এই বেদেকে ভুলবশতও এমন ভদ্রমহিলা বিয়ে করতে পারে নাকি!

রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো শম্ভু। এক অদ্ভুত বিয়ে হচ্ছে তার। যে বিয়ে মিথ্যে। যে বিয়েটা নিছকই একটা অভিনয়। শুধু একটা কিশোর ছেলের জীবন বাঁচানোর শর্তে এই বিয়ে। বড্ড হাসি পাচ্ছে শম্ভুর। এই হাসি নিজের প্রতি তাচ্ছিল্যের, যন্ত্রণার।
+++++
Like Reply


Messages In This Thread
পদ্ম নাগের বিষ - by Henry - 21-10-2023, 11:21 PM
RE: পদ্ম নাগের বিষ - by Henry - 09-12-2023, 11:43 PM



Users browsing this thread: 13 Guest(s)