07-12-2023, 12:38 PM
(07-12-2023, 12:19 AM)pradip lahiri Wrote: এই সাইটে মুষ্টিমেয় কয়েকজন ভাল লেখক আছেন যাদের লেখনী অত্যন্ত সুন্দর ও আকর্ষনীয়, আপনি তাদের মধ্যে একজন, লেখা বন্ধ করবেননা কারণ যত লিখবেন তত আপনার লেখা আরো সুন্দর হবে । আমরা আপনাদের মতো লেখকদের লেখা গল্প পড়ার আশায় অপেক্ষা করে থাকি। কারন বেশীর ভাগ লেখকদের লেখা গল্পই পড়ার অযোগ্য।
আমিতো একেবারে ছেড়ে দিইনি। মাঝে মাঝে এসে ছোটোখাটো কিছু লিখিই। উপন্যাস লেখার আর সময় সত্যিই পাচ্ছিনা। একটা গল্প আমার কাছে দায়িত্ব। আমি শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের সাথে জুড়ে থাকি। এটা একটা শারীরিক ও মানসিক প্রক্রিয়া ও অবশ্যই চাপের কারণ হয়। কারণ শেষ করা আমার দায়িত্ব। উত্তেজনার বশে শুরু করে হারিয়ে যাওয়া আমার অন্তত জঘন্য লাগে। আর হ্যা ঠিক বলেছেন যত লেখা হবে ততো হাত খুলবে। সত্যিই আমার আগের লেখা আর এই বর্তমানের লেখায় অনেক পরিবর্তন এসেছে। এটাই তো প্রকৃতির নিয়ম। আগুনের উত্তাপে হিংস্র হয়ে ওঠা সোনাই পায় তার যোগ্য মর্যাদা।
আপনি চাইলে আমার সে যেন আমার পাশে গল্পটি পড়ে দেখবেন। আশা করি ভাল লাগবে।