05-12-2023, 02:34 PM
ব্যবসায়িক বিষয়ে বাড়ির সবাই জানে আমিই জেঠুমনির উত্তরসূরি দাদাভাই চিরকাল লেখাপড়া নিয়েই থেকেছে আর আমার উৎসাহ বরাবরই ব্যবসায় , খুব ছোট থেকেই আমি ছিলাম জেঠুমনির নেওটা জেঠুমনিও বিভিন্ন সময়ে ব্যবসায়িক আলোচনার সময় আমাকে সাথে নিয়ে যেত , পাশের চেয়ারে বসে চকোলেট বা আইসক্রিম খেতে খেতে মন দিয়ে শুনতাম আলোচনা প্রথমদিকে বুঝতামনা কিন্তু ক্রমশ বুঝতে শিখলাম, চিনতে শিখলাম ব্যবসায়ের নানাদিক , না বুঝতে পারলে জেঠুমনিকে জিজ্ঞেস করলে প্রথম প্রথম অবাক হলেও ক্রমে জেঠুমনি চিনিয়ে দিতে শুরু করলেন ব্যবসায়ের রাজপথ থেকে গলি , বয়সের সাথে সাথে আমিও জেঠুমনির যোগ্য ছাত্র হয়ে ব্যবসার সবচেয়ে গোড়ার কথা ' নেগোসিয়েশন ' বিষয়টা রপ্ত করলাম কিন্তু জেঠুমনি কখনোই চাইতেন না যে আমি বা দাদাভাই ব্যবসায় যুক্ত হই , ব্যবসা জগতের নোংরামির আঁচ যেন আমাদের গায়ে না লাগে , জেঠুমনির শরীর দিনদিন খারাপ হচ্ছে লাঙক্যান্সারে আক্রান্ত জেঠুমনি যে আর বেশিদিন নেই এটা আমরা সবাই জানতাম , একদিন আমার বাবা মা জেঠিমা দাদাভাই আমি সবাই খেতে বসেছি একসাথে , সবার সামনে জেঠুমনি হঠাৎ বললেন '' তোমাদের আজ একটা কথা বলি আশা করি তোমরা মনে রাখবে , আমার শরীর বিশেষ ভালো যাচ্ছেনা এটা তো জানো আমি চাইনা আমার অবর্তমানে সানু বা দিপু কেউ আমার রেখে যাওয়া ব্যবসায় যুক্ত হোক কারণ ব্যবসার জগতের নোংরা আমাদের বংশের ছেলেদের গায়ে যেন না লাগে আমার ব্যবসা বিক্রি করে যা আসবে তা দুই ভাইয়ের মধ্যে আধাআধি ভাগ হবে আর সবচেয়ে জরুরি বিষয় হলো ব্যবসার হাতবদলের নেগোসিয়েশন করবে দিপু ও জানে আমার কোথায় কি সম্পত্তি আর টাকা ইনভেস্টেড আছে '' আমার বাবা এইসব শুনে একবার জেঠুমনির দিকে আর একবার আমার দিকে অবাক চোখে তাকাচ্ছে '' জেঠুমনি তুমি যা বলছো ঠিক আছে কিন্তু দাদাভাইও নেগোসিয়েশনের সময় থাকবে '' '' থাকুক কিন্তু সানু চিরকাল লেখাপড়া নিয়ে থেকেছে আমার ব্যবসার তুই যতটা জানিস বুঝিস ও অতটা বোঝে না তাই দরকষাকষির জন্য তোর ওপরেই আমি বেশি ভরসা করি '' তখন মা জিজ্ঞেস করলো '' জামাইবাবু আমি বুঝলামনা সম্পত্তি আধাআধি ভাগ হবে কেন সবটাই তো সানুর পাওনা '' '' শোন দীপা তোর দিদিই শুধু জানে এটা আমার ব্যবসার মূলধন এসেছে কথা থেকে পাকিস্তান থেকে আমরা চলে এসেছিলাম এক কাপড়ে আমরা দুই ভাই আর মা ,ছোটু ( আমার বাবার ডাকনাম ) পড়াশোনায় খুব ভালো ছিল বড়ো ছেলে হিসাবে আমার ওপরে পড়েছিল সংসারের দায়িত্ব ছোটোখাটো চাকরি করে দিন কাটাচ্ছিলাম এমন সময় একজন মাথায় ব্যবসার কথা মাথায় ঢোকালো কিন্তু মূলধন কোথায় পাই ? লুকিয়ে ওপারে গেলাম কিছু জমিজমা ছিল আমাদের বন্ধুবান্ধবদের মাধ্যমে জমি বাড়ি বিক্রির ব্যবস্থা করলাম তার থেকে পাওয়া টাকা হলো আমার ব্যবসার মূলধন , জমিবাড়ি বিক্রির টাকার অর্ধেক তো ছোটুরও পাওনা ছিল নাকি ?'' সেইদিন আমরা অনেক অজানা কথা জানতে পারলাম সারা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে সবাই চুপ করে খাচ্ছি কেউ কোনো কথা বলছেনা সবার মনেই ঝড় বয়ে চলেছে একেকজনের মনের ঝড়ের গতি একেকদিকে খাওয়া শেষ করে আমি প্রথম উঠলাম তারপর দাদাভাই , দুজনে ছাতে গেলাম সিগারেট খেতে কিন্তু দুজনেই চুপ করে আছি প্রথম আমিই কথা বললাম '' দাদাভাই এতো বড়ো দায়িত্ব দিলো জেঠু আমি কি পারবো ? তুমি থাকবে তো আমার পাশে ? '' '' কোনোদিন তোকে এক ছেড়েছি ? আমি সবসময় তোর পাশে আছি কিন্তু ফাইনালি তোকেই নেগশিয়েটটা করতে হবে কারণ তুইই সবটা জানিস বুঝিস , আমি তো জানিও না সবটা '' |