04-12-2023, 02:58 PM
(04-12-2023, 01:00 PM)Baban Wrote: আপনি গল্প ও লেখকদের যথেষ্ট সম্মান করেন বলেই সেটা করেন। হ্যা কিছু বর্গ আছে যারা গল্পের থ্রেডে এসে অনেক আজগুবি কথা লেখেন।![]()
যাইহোক আপনি যদি ইরোটিক বাদেও আমার অন্য রকমের লেখা পড়তে চান তাও পড়তে পারেন। চেষ্টা করেছি কয়েকবার। আর আমি বাদেও অনেক ভালো ভালো লেখক লেখিকা আছে এথায়। সময় পেলেই ঢু মারুন সেসব থ্রেডে। আর নিজেও লিখে যান। পাঠকের প্রতি একজন দায়িত্ববান ও সফল লেখক হয়ে উঠুন এটাই আশা রাখি।
প্রথমত অনেক ধন্যবাদ ♥️
দ্বিতীয়ত আমি যে প্রস্তুতি না নিয়ে কাহিনী লেখা শুরু করিনা। আপনি ভালো করেই জানেন হয়তো আমি যা লিখি তা শেষ করেই থামি। মাঝপথে থেমে যাওয়া আমার অসহ্য লাগে। অনেক ভালো গল্প শুরু হয়েও যিখন দেখি অসমাপ্ত হয়ে রয়েছে সত্যিই খারাপ লাগে। উত্তেজনার বশে গল্প শুরু করে খেই হারিয়ে ফেলে পালিয়ে যাওয়ায় কোনো বীরত্ব নেই। তাই আমার যদি মনে হয় আবারো আমি সেই সময় পরিস্থিতি পাচ্ছি তাহলে হয়তো আবারো লিখবো কিছু। তাছাড়া হল তো অনেক। এবার নতুনদের জায়গা করে দিতে হবে যে।
ওই যে পাঠান মুভির শেষে ডায়ালগ দেই না শাহরুখ আর সালমান। না এখনও নতুনদের হাতে ছেড়ে দেওয়ার সময় হয় নাই। আপনার ক্ষেএেও সেটা প্রযোজ্য। নতুনরা তো আমাদের পাঠকদের সেই আশা পূরণ করতে সক্ষম হয় নাই। আপনাদের উপরই এখনও ভরসা। বছর খানেক তো গেলো নতুন একটা উপন্যাস আশা করা এখন পাঠকদের প্রাপ্য। না হলে গসিপে আগের তুলনায় ভালো গল্পের অভাবে দর্শকও কমে যাচ্ছে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)