04-12-2023, 12:32 PM
(04-12-2023, 12:16 PM)মাগিখোর Wrote: আসল কথা, ভালো গল্প গুলো অনেক পেছনে পড়ে গেছে। ফার্স্ট পেজে রাখতে না পারলে, পাঠক হবে না।
সেই জন্যই, মাঝেমধ্যে গল্প গুলোয় রিপ্লাই করে, ফার্স্ট পেজে আনতে হবে। সে নিজেই করুন বা কাউকে দিয়ে করান।
সম্ভব হলে, একটা ইনডেক্স পেজ বানিয়ে; একদম টপ পেজে চিপকে দিন।
এখন প্রচারের যুগ।
প্রচারের প্রসঙ্গ যখন উঠলোই তখন বলি একটা কথা। নইলে বলতাম না। কারণ অনেকে সেটাকে আমি দাম্ভিক ভেবে ভুল করতে পারেন।
আপনি নতুন একজন পাঠক ও লেখক এবং বলা উচিত সাফল্যের সাথেই লিখে চলেছেন। কিন্তু একদা আমিও একের পর এক কাহিনী লিখেছি আর বহু পাঠকের ভালোবাসা পেয়েছি আমার ২০১৯ থেকে এতদিনের যাত্রায়। তাই প্রায় অনেক পাঠকই আমায় চেনেন। আর তারা মোটামুটি আমার সব কাহিনী পড়ে নিজেদের মতামত দিয়ে ফেলেছেন। গসিপির পাতায় এতো ভালো লেখকদের পাশে আমিও একটা মুখ হতে পেরে গর্বিত। লাইক রেপুও আপনার মতো গুণমুগ্ধ পাঠকদের থেকে পেয়েছি বহু। গসিপির সর্বোচ্চ রেপু অর্জন করার সুযোগ পেয়েছি। সেটা পাঠকদের সাপোর্ট না থাকলে অসম্ভব।
তবে এটাও ঠিক পাঠক তো আর আগের মতন নেই, অনেক নতুন পাঠক জুড়েছেন গসিপির সাথে। তারাও আমার গল্পের স্বাদ নিক এটা অবশ্যই চাইবো। বর্তমানে নানা কারণে আর লেখা হয়ে উঠছেনা। সেভাবে আসাও হচ্ছেনা। লেখক জীবনের শুরুর দিকে প্রচারের আকাঙ্খা খুব থাকলেও ওটা একটা সময় কমে যায়। এটাই স্বাভাবিক। তাই যখন দেখি প্রচার ছাড়াই কেউ কেউ আজকেও আমার ওসব সৃষ্টিতে চক্ষুদান করছে, ভালোই লাগে। ❤
পড়তে থাকুন। লিখতে থাকুন। ভালো থাকুন। ♥️