03-12-2023, 06:54 PM
পর্বঃ ৯
পরদিন অফিস শেষ করে বাসায় না গিয়ে টাউনহল মার্কেটের দোতলার একটা রুমে গিয়ে উঠলো রবিন। এই রুমটা ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন নিজেদের অফিস হিসেবে ব্যবহার করে। মোহাম্মদপুর থানার সভাপতি-সেক্রেটারি এখানে বসে। লোকাল স্টুডেন্ট পলিটিক্স ক্যাম্পাস পলিটিক্সের চেয়ে জটিল। ক্যাম্পাস পলিটিক্স স্বল্পমেয়াদী। ছাত্রত্ব শেষ হয়ে গেলে ক্যাম্পাসের নেতাদের বেশিরভাগই চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়ে যায়। নেতা হতে গেলে ভদ্র ইমেজ ধরে রাখতে হয়। অল্প কয়েকজনই আঞ্চলিক রাজনীতি বা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে আঞ্চলিক ছাত্র রাজনীতি অনেকটা পারিবারিক উত্তরাধিকারের মতো। এখানে সভাপতি-সেক্রেটারি হওয়ার জন্য পারিবারিকভাবে রাজনীতির সাথে যুক্ত থাকতে হয়। এরাই পরবর্তীতে ওই অঞ্চলের মূলধারার নেতা হয়ে ওঠে। তবে সব ক্ষেত্রেই যে একই সূত্র চলে তাও না। হঠাৎ গজিয়ে ওঠা নেতাও চোখে পড়ে মাঝেমধ্যে, যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই।
অফিসে বসে সংঠনের সভাপতি তাস খেলছিলো। খেলার পার্টনারদের ঘিরে আছে আরো কতগুলো মুখ। একটা গোল টি টেবিলে খেলা হচ্ছে। চেয়ারে বসে আছে কয়েকজন তরুণ। কারো হাতে ফোন। কেউ বিড়ি ফুঁকছে। রবিনকে দেখে সভাপতি উঠে দাঁড়িয়ে সালাম দিলো। তারপর বললো- 'কেমন আছেন রবিন ভাই। অনেকদিন দেখা হয় না। ভাবছিলাম ফোন দিয়ে দেখা করবো আপনার সাথে। আজ আপনিই অফিসে চলে আসছেন। ভালোই হলো।'
সভাপতির নাম শিহাবুল ইসলাম সোহাগ। সবাই সোহাগ ভাই বলে ডাকে। সোহাগ রবিনের জুনিয়র। পড়ালেখায় ভালো ছেলেটা। পড়াশোনা করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করেছে দু'বছর হলো। ছাত্রত্ব নেই। এসব সংগঠনের ছাত্রনেতাদের ছাত্রত্ব থাকে না। তবুও তারা ছাত্রনেতা থেকে যায়। সোহাগের মামা এই ওয়ার্ডের কাউন্সিলর। তাই এলাকায় ব্যপক প্রভাব তার। মামার ডান হাত হিসেবেই সবাই চেনে তাকে। রবিনকে সমীহ করে সে। রবিনরা এই এলাকার পুরনো বাসিন্দা। ভালো জায়গায় পড়াশোনা করেছে এবং সাংবাদিক হিসেবে খ্যাতি পেয়েছে একথা জানে সোহাগ। রবিনদের তিন ব্যাচ জুনিয়র সে। ছোটবেলা থেকেই রবিনকে বড় ভাই বলে ডাকে।
'আমিও ভাবলাম তোমাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। একটু ঘুরে আসি। অফিস শেষে তাই এদিকেই আসলাম। মিলন কোথায়?' রবিন বললো।
'মিলন গেছে চট্টগ্রাম একটা ব্যবসার কাজে। চলে আসবে কাল পরশু।' সোহাগ বললো। মিলন সংগঠনের সেক্রেটারি। ততক্ষণে খেলা বাদ দিয়ে সবাই ভদ্র ছেলের মতো ওদের কথা শুনছে। রবিন একটা চেয়ার টেনে বসলো।
'তারপর নির্বাচনের কি খবর বলো। তোমরা তো কনক মিয়ার অনুসারী। নমিনেশন তো উনিই পাইছে। তোমাদের তো এখন অনেক কাজ।'
'কাজ সব গোছানোই আছে ভাই। এখন শুধু সময়ের অপেক্ষা। বিরোধী দলের কাউরে রাস্তায় নামার সুযোগ দিবো না। মাইর হবে উড়াধুড়া।'
'হ তোমাদের নির্বাচন তো এক রকম জেতাই। বিরোধী দল নির্বাচন বয়কট করবে বলেই মনে হয়। আর ওদের যে মাজাভাঙ্গা অবস্থা তাতে নির্বাচনের আগে দাঁড়াতে পারবে বলে মনে হয় না।'
'তবুও আমাদের হাই কমান্ড থেকে নির্দেশ আছে সব সময় প্রস্তুত থাকতে। আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে শেয়ার কইরেন ভাই। ওয়ার্ডের ইন্টার্নাল রাজনীতিতে আগায়ে থাকতে হলে নিজেদের আরো একটু ফোকাসে নিতে হবে।'
'সেতো করবোই। তোমরা আমার ছোটভাইয়ের মতো। তোমাদের হাতে ক্ষমতা থাকা মানে আমার হাতেই ক্ষমতা। সামনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে নেতার সমর্থন পাওয়ার জন্য যা যা করা লাগে করো। হাসিব মোল্লা কিন্তু ভালোই শো অফ করতেছে। ব্যানার ট্যানার টাঙায়া হুলস্থুল। যেন ভাই খালি ওর একার।'
'ও যাই করুক, লাভ নাই। সমর্থন মামাই পাবে ভাই। টেনশন নিয়েন না। এবার পায় নাই, আগামীতেও পাবে না। নেতা তেলবাজ আর কাজের লোকের পার্থক্য বোঝে।'
'তা ঠিকই বলছো। হাসিব মোল্লা একটা ধুরন্ধর। জাতীয় রাজনীতিতে ক্ষমতার পালাবদল হলে ওর দল পাল্টাতে এক দিনও লাগবে না। যেখানে স্বার্থ আছে সেখানে ও আছে।'
'আপনি সাংবাদিক মানুষ ভাই৷ আপনি তো অনেক খোঁজ খবর রাখেন। ইদানীং নাকি হাসিব মোল্লা নেতার বাড়িতে খুব ঘনঘন যায়। অনেক রাতেও নাকি তাকে দেখা যায় নেতার বাসায়। সেখানে গিয়ে কী করে পারলে আমাকে একটু জানায়েন তো। এবার সমর্থনের আশায় পাগল হয়ে গেছে ও। কি যে ষড়যন্ত্র করতেছে কে জানে।'
'আচ্ছা দেখি কী তথ্য বের করা যায়। কিছু পাইলে তোমাকে জানাবো।' রবিনের জন্য কফি এসেছে। কফিতে চুমুক দিতে দিতে একটা সিগারেট ধরালো সে।
'দেলোয়ার চাচার ছেলেরা তো দেশে আসবে বলে মনে হয় না।' সিগারেট থেকে ধোঁয়া ছেড়ে বললো রবিন।
'নাহ। এইদেশে এসে করবে কি তারা। সুইডেনে রাজার হালতে আছে। এই ফকিন্নি দেশে তাদের পাওয়ার কিছু নাই।'
'হ সেইটাই। দেলোয়ার চাচার পর তোমাকেই মানুষ এলাকার নেতা হিসেবে মেনে নিয়েছে। ভবিষ্যৎ কাউন্সিলর তুমিই।'
'সবই আপনাদের দোয়া ভাই৷'
'ঠিক আছে। আজকে তাহলে উঠি। আবার কথা হবে।'
'ঠিক আছে ভাই। আইসেন মাঝেমধ্যে। আপনি আসলে ভালো লাগে।'
'আচ্ছা সুযোগ পেলে আসবো।'
সংগঠনের অফিস থেকে বের হতেই ফোন বেজে ওঠে রবিনের। উপমা কল দিয়েছে।
'হ্যা ,বলো উপমা।' রবিন কল রিসিভ করে বলে।
'তুমি যে অ্যাসাইনমেন্ট দিছিলা তার কতদূর কি করতে পারলাম খোঁজ তো নিলা না।' উপমা বললো।
'একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাই কল দিতে পারিনি। কাল দেখা করি তাহলে।'
'ঠিক আছে। কোথায় বসবা। সেদিনের সেই জায়গায়?'
'নাহ। অন্য কোথাও বসবো।'
'আচ্ছা।'
ফিরোজ সাহেবের কুকুর দেখার রোগ অনেক বেড়ে গেছে। এখন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ওই কুকুরটা দেখতে পান। তার নিজেকে পাগল পাগল লাগে। তিনি কি সত্যিই পাগল হয়ে গেলেন? গতকাল একজন সিনিয়র অফিসার তাকে ধমক দিয়েছেন কথার মাঝখানে আনমনা হয়ে যাওয়ার কারণে। তিনি নিজেকে অনেক আত্মবিশ্বাসী ভাবেন। তার মতো কঠিন একটা লোকের সাথে এ ধরনের ঘটনা ঘটবে এ যেন অকল্পনীয়। ফিরোজ ঠিক করেছেন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন তিনি। লাঞ্চের পর অফিস থেকে বেরিয়ে পড়লেন তিনি। গতকাল রাতেই ডাঃ মেহজাবিনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন। তার চেম্বার এলিফ্যান্ট রোডে।
ফিরোজ যখন মেহজাবিনের চেম্বারে ঢুকলেন তখন তাকে ঠিক চোরের মতো লাগছিলো। তিনি মানসিক রোগের জন্য চিকিৎসা নিচ্ছেন একথা ফাঁস হলে সবাই তাকে পাগল বলে ডাকবে। তার প্রমোশন আটকে যাবে। মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাবেন তিনি। কিন্তু ডাক্তারের কাছে আসা ছাড়া তার কাছে অন্য উপায় ছিলো না। পীর ফকির তিনি বিশ্বাস করেন না।
'জি ফিরোজ সাহেব, আপনার সমস্যাটা বলুন।' ডাক্তার মেহজাবিন বললেন। একজন মধ্যবয়সী নারী। চেহারায় আভিজাত্য সুস্পষ্ট। সাদা অ্যাপ্রোন পরে গদিওয়ালা চেয়ারে বসে আছেন তিনি। তার সামনে ফিরোজ।
'আমি কুকুর দেখি।'
'কুকুর তো সবাই দেখে। এটা কি অস্বাভাবিক কিছু?'
'সবার কুকুর আর আমার কুকুর এক না। আমি একই রকম কুকুর সবজায়গায় দেখি। সারা শরীর কালো। মাথার উপরে সাদা ছোপ। যেখানেই যাই এই একটা মাত্র কুকুর দেখি আমি।'
'আচ্ছা। আপনার সমস্যা কতদিন ধরে হচ্ছে?'
'এক সপ্তাহর মতো।'
'কুকুর দিনে দেখেন নাকি রাতেও?'
'দিনেই বেশিরভাগ দেখি। রাতে বের হলে রাতেও দেখি। এমনকি একদিন আমার গাড়ির ভিতরেও কুকুর দেখছি।'
'তাই? বিষয়টা তো বেশ জটিল মনে হচ্ছে। আপনি কী কাজ করেন?'
'আমি পুলিশে চাকরি করি।'
'হুম। তার মানে ঘুম ঠিক মতো হয় না তাইতো।'
'ঘুমে ব্যাঘাত ঘটে। অনেক সময় সারা রাতও জেগে কাটাতে হয়।'
'আপনি কি হঠাৎ খুব উত্তেজিত হয়ে যান?'
'হ্যা, আমার রাগ বেশি। হঠাৎ রেগে যাওয়া আমার একটা বাজে অভ্যাস।'
'সম্প্রতি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন?'
'ঠিক দুশ্চিন্তা না। তবে মাথায় টেনশন থাকে অলয়েজ।'
ডাঃ মেহজাবিন কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন- 'আপনার সমস্যাটা কোনো সমস্যা না। যারা অধিক কাজের প্রেসারে থাকে বা দুশ্চিন্তা করে তাদের মাঝেমধ্যে এরকম সমস্যা দেখা দেয়। আমি ওষুধ লিখে দিচ্ছি। ফুল কোর্স খেলে আশা করি ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। আপনি যা দেখেছেন সব হ্যালুসিনেশন। ওগুলো বাস্তব নয়। আপনার মস্তিষ্কের কল্পনা।'
'সেটা হলেই ভালো। আমি চাই না কুকুরটা বাস্তব হোক।'
ফিরোজ মেহজাবিনের চেম্বার থেকে প্রেস্ক্রিপশন নিয়ে বের হয়ে এলেন। গাড়িতে বসে কাগজটা সামনে মেলে ধরলেন। ডাক্তারদের গতানুগতিক লেখা। বোঝার উপায় নেই। একমাত্র ফার্মেসিওয়ালাই বুঝবে। একটা মাত্রই শব্দই বোঝা যাচ্ছে। সিজোফ্রেনিয়া।
দুপুর দুইটা। রবিন উপমাকে ফোন দিয়ে বললো শুক্রাবাদ আসতে। সেখান থেকে সে তাকে বাইকে পিক করে নেবে। ঠিক এক ঘন্টা পর উপমা রবিনকে কল দিলো। রবিন শুক্রবাদ পৌঁছানোর পাঁচ মিনিট পর উপমা চলে আসলো। সিএনজির ভাড়া মিটিয়ে রবিনের বাইকে চড়ে বসলো সে। একটা জিন্স আর একটা টপস পরেছে আজ উপমা। চুলগুলো সুন্দর করে বাধা। দেখতে বেশ মিষ্টি লাগছে। বাইকের দুই পাশে পা দিয়ে বসলো। বাইক চালু হতেই রবিনের পেটের উপর হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বসলো উপমা। স্তন দুটো রবিনের পিঠে পিষে গেলো। নরম স্তনের স্পর্শে নিম্নাঙ্গে নড়াচড়া টের পেলো রবিন।
'কোথায় যাবা।' উপমা বললো।
'অজানায় হারিয়ে যাবো তোমাকে নিয়ে।'
'আহা শখ কতো। ভালোই মেয়ে পটাতে পারো তুমি।'
'আমি মেয়ে পটাই না। মেয়েরা আমাকে পটায়।'
'সে তো দেখতেই পাচ্ছে। একটা মেয়ে পটানোর জন্য আমার সাহায্য নিচ্ছে আবার বলে সে মেয়ে পটায় না। হুহ।'
'এই মেয়েকে পটানো প্রয়োজন পেশাগত কাজের জন্য। তাই পটানো লাগছে।'
'কাজের কথা বলেই তো সব মেয়েকে বিছানায় নাও। তোমাকে আমি চিনে গেছি।'
'কি করে চিনলে। চিনলে তো আমার মায়ায় পড়ে যেতে।'
'থাক আমার লাগবে না তোমার মায়ায় পড়তে।'
'মায়ায় পড়তে না চাইলে নরম নরম ছোয়ায় লোভ দেখাচ্ছো কেনো?'
'মোটেই লোভ দেখাচ্ছি না। লোভ দেখালাম কখন?'
'নাহ দেখাওনি। আমি আসলে খারাপ। এজন্যই তোমার বুবসের ছোয়ায় উত্তেজিত হয়ে যাচ্ছি।'
'শয়তান ছেলে। মনে মনে এতো দুষ্টু তুমি।'
'তুমি তো খুব ভালো। তাহলে সোজা হয়ে বসো।'
'না বসবো না। তাহলে পড়ে যাবো।'
'আহা কি সুন্দর যুক্তি।' কথাটা বলে রবিন হেসে দিলো। উপমাও হাসলো। তবে বুক রবিনের পিঠ থেকে সরানোর গরজ অনুভব করলো না।
জিয়া উদ্যান গিয়ে বাইক পার্ক করলো রবিন। তারপর লেকের পাশের একটা সিঁড়িতে বসলো দুজন। এতো মিশে বসেছে ওরা দেখলে যেকেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাববে। রবিনের একটা বাহু জড়িয়ে ধরে বসেছে উপমা।
'বলো। আফ্রোদিতির কি খবর। কতদূর এগিয়েছো?' রবিন বললো।
'আফরিন থেকে আফ্রোদিতি। তুমি তো দেখছি সত্যিই প্রেমে পড়ে গেছো মেয়েটার।'
'আরে না, তাই হয় নাকি। যেকোনো মেয়ের প্রতি আমার প্রেম জাগে না।'
'আচ্ছা। আফরিনের সাথে সম্পর্ক খুবই ক্লোজ হয়ে গেছে আমার। গত এক সপ্তাহে অনেক গল্প করেছি আমরা। আমাকে একদিন ওর বাসায় নিতে চায়।'
'তাই নাকি। দারুণ খবর। বাসায় যাওয়া গেলে যাও। তবে তার আগে আমার সাথে পরিচয় করিয়ে দাও।'
'সেটা কিভাবে হবে। কি বলে পরিচয় দেবো?'
'বলবা বয়ফ্রেন্ড।' বলেই পেছন থেকে পিঠের উপর হাত দিয়ে উপমাকে জড়িয়ে ধরলো রবিন। তার হাতের আঙুল উপমার স্তনের গোড়ায় গিয়ে পৌঁছেছে। নরম মাংসের একটা ফিলিংস পাওয়া যাচ্ছে। উপমার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেলো না৷ যেন কোনো সঙ্কোচ নেই। হবু স্বামীর বন্ধুর সাথে এভাবে বসাই যেন নিয়ম।
'আর ইউ ফাকিং সিরিয়াস? তোমাকে বয়ফ্রেন্ড বলবো? আর তোমার সাথে ওর দেখাই বা হবে কোথায়?'
'আরে নাহ, বয়ফ্রেন্ড বলা লাগবে না। বলবা কলেজ ফ্রেন্ড। আগামীকাল দৃক গ্যালারিতে ফাহিম ভাইয়ের ছবি প্রদর্শনী হবে৷ আফরিনকে তুমি সেখানে নিয়ে আসবা। হঠাৎ আমার সাথে দেখা হবে। যেন অনেকদিন পর দেখা হলো। কলেজে একসাথে পড়েছি আমরা। এরপর আফরিনের সাথে পরিচয় করিয়ে দেবে।'
'আচ্ছা। ভালো প্ল্যান। তারপর তুমি কি করবা?'
'কি করবো সেটা তখনই দেইখো।'
'ঠিক আছে দেখবো।'
রবিনের হাত তখনো আফরিনের স্তনের গোড়া দিয়েই নড়াচড়া করছে। সতর্ক হাত। সামনে বাড়তে চায় না যেন। রবিন জানে উপমা অরিত্রের হবু বৌ। বন্ধুর বৌকে খাটে তোলার চিন্তা তার মাথায় নেই। কারণ একটা মেয়ের জন্য সে বন্ধুত্ব নষ্ট করতে চায় না। অরিত্রের প্রেমিকা না হয়ে অন্য কেউ হলে এতোক্ষণে স্তন টিপে আলুভর্তা করে ফেলতো তাতে কোনো সন্দেহ নেই।
উপমার সাথে দেখা করে রবিন গেলো অরিত্রের বাসায়। চন্দনের ঘ্রাণে পুরো বাড়ি মৌমৌ করছে। সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে। চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন।অনেকদিন পর আদর্শ * বাড়ির একটা রূপ দেখা যাচ্ছে। অবাক হলো রবিন। ঘরে ঢুকে দেখতে পেলো একটা যুবক বয়সের ছেলে, একটা অল্পবয়সী মেয়ে আর অরিত্র ড্রইং রুমে বসে গল্প করছে।
'এরা কারা?' বসতে বসতে বললো রবিন।
'এরা আমার গ্রামের বাড়ি থেকে এসেছে। মালতি পিসি পাঠিয়েছে। ওরা এখানেই থাকবে। আমার দেখাশোনার জন্য। মালতি পিসির আত্মীয় হয়।'
'আচ্ছা। খুব ভালো।'
'ও হচ্ছে সঞ্জয় আর ও সাবিত্রী।'
'খুশি হলাম জেনে যে মালতি পিসি অরিত্রের জন্য ভাবে। আর তোমরা যখন এসে পড়েছো তখন অরিত্রের কোনো সমস্যা থাকবে না আশা করি।'
'সমস্যা হবেনে না। কিন্তু দাদারে কন বিয়া করতে। বয়স তো কম হয় নাই। পাত্রীও রেডি আছে। তাইলে বিয়া না কইরা থাকার কাম কি।' সঞ্জয় বললো।
'আমরা এইডাই বুঝাইতে চাইতেছি দুইদিন ধইরা। কিন্তু উনি বলতেছে বিয়া কইরা কি হয়। দুইজন নারী পুরুষ একসাথে থাকার জন্য নাকি বিয়া লাগে না। এইডা কোনো কথা কন তো দেহি।' সাবিত্রী বললো। তার কণ্ঠে অনুযোগের সুর।
'ওরা ঠিকই বলেছে অরিত্র। তোর উচিত এখন বিয়ে করে ফেলা। বিয়ে ছাড়া এইদেশে থাকাটা ঠিক হবে না। আমেরিকা থাকলে লিভ টুগেদার করতি সমস্যা ছিলো না। কিন্তু এদেশে এর পারমিশন নেই। কথায় আছে না, যস্মিন দেশে যদাচার। তাই বিয়েটা করে ফেল ভাই।'
'তুইও ওদের সাথে তাল মিলালি। হায়রে। ঠিক আছে। আয়োজন কর তোরা। বিয়ে করে ফেলি।'
অরিত্রের কথা শুনে হুররে বলে চিৎকার দিয়ে উঠলো সঞ্জয় আর সাবিত্রী। যেন অসাধ্য সাধন করেছে ওরা। রবিন এসেছিলো বীরেন বাবুর হত্যারহস্য কতোটুকু উদঘাটন করা গেলো, কি করা লাগবে সামনে, সেগুলো নিয়ে কথা বলতে। কিন্তু বিয়ের প্রসঙ্গ সামনে চলে আসায় চেপে গেলো সে। কারণ রবিনও চায় অরিত্রের বিয়েটা হয়ে যাক। তাহলে ছেলেটার একাকী জীবনে সার্বক্ষণিক একটা সঙ্গী থাকবে। কাজকর্মেও মনোযোগ আসবে। এখন আবার বীরেন বাবুর বিষয়টা উত্থাপন করলে ও হয়তো বেকে বসবে যে এই রহস্য শেষ না হওয়া পর্যন্ত সে বিয়ে করবে না।
দৃক গ্যালারিতে ফাহিম ভাইয়ের চিত্র প্রদর্শনী হবে বিষয়টা জানতে পেরে আফরিনের সাথে সাক্ষাতের দৃশ্যকল্পটা মাথায় আসে রবিনের। রবিন উপমাকে ফোন দিয়ে বলে আফরিনকে নিয়ে প্রদর্শনীতে যেতে। অফিসের কাজ শেষ করে সেও রওনা দেয়। বিকাল চারটা বেজে গেছে। এখনই উপযুক্ত সময় এনকাউন্টারের। দৃক গ্যালারিতে পৌঁছে ইতিউতি তাকায় রবিন। আফরিন আর উপমাকে খুঁজছে তার দুই চোখ। দোতলায় গিয়ে ওদের দেখা পায় সে। একটা ছবির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে দুই সুন্দরী।
'হাই, আমার যদি ভুল না হয় তুমি কি উপমা?' পাক্কা অভিনেতার মতো করে জানতে চায় রবিন।
'হ্যা, আর তুমি রবিন না?' অবাক হয়ে জানতে চায় উপমা। আফরিন দুজনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে।
'হ্যা আমি রবিন। কতদিন পর তোমার সাথে দেখা হলো। আমেরিকা থেকে কবে এসেছো?'
'এইতো মাস খানেক হয়েছে। তোমাকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগলো।' উপমা বললো।
'এটা হলো আমার কলেজ ফ্রেন্ড। আর এ আমার বান্ধবী আফরিন।' দুজনকে দুজনের সাথে পরিচয় করিয়ে দিলো উপমা।
'নাইস টু মিট ইউ' বলে হাত বাড়িয়ে দিলো রবিন। আফরিনও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো।
'আসলে ফাহিম ভাই বলছিলেন যে তার একটা প্রদর্শনী আছে দৃক এ। তাই আসলাম। এসে ভালোই হলো দেখছি।'
'ফটোগ্রাফার ফাহিম আপনার পরিচিত?' জানতে চাইলো আফরিন।
'হ্যা, উনি আমাকে খুবই স্নেহ করেন। তার মতো আন্তর্জাতিক মানের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের স্নেহ পাওয়া ভাগ্যের ব্যাপার।'
'তা ঠিক বলেছেন। এতো সুন্দর সুন্দর ছবি শুধু গুগলে সার্চ করলেই দেখা যায়। বাস্তবে এমন ছবি এই প্রথম দেখলাম।'
'আসেন আপনাদের ফাহিম ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই।'
আফরিন আর উপমাকে লাউঞ্জে নিয়ে গেলো রবিন। তারপর ফাহিম রহমানের সাথে পরিচয় করিয়ে দিলো। আফরিন আর উপমা ফাহিম রহমানের সাথে সেলফি তুললো। খুবই খুশি হয়েছে আফরিন ফাহিমের সাথে ছবি তুলতে পেরে।
দৃকে আরো কিছুক্ষণ থেকে ধানমণ্ডি লেকে গিয়ে বসলো তিনজন। কফির অর্ডার দিয়ে আবার গল্প জুড়ে দিলো ওরা।
'আপনাকে কেমন যেন যেন চেনা চেনা লাগছে। মনে হয় কোথায় যেন দেখেছি। আপনি কি অভিনয় করেন?' রবিন বললো।
'অভিনয় করার সৌভাগ্য আমার হয়নি। তবে আপনার মতো অনেকেই এই কথা বলে আমাকে। আসলে টিকটকে আমার পঞ্চাশ হাজারের মতো ফলোয়ার আছে। কয়েকটা ভিডিও অনেক ভিউ পেয়েছে। ওগুলো যারা দেখেছে তাদেরই কেউ কেউ এমনটা বলে। আপনিও হয়তো অমন কোনো ভিডিও দেখেছেন।' আফরিন বললো।
'তাই নাকি। আপনি তো দেখা যাচ্ছে সেলিব্রিটি।'
'আরে নাহ। কি যে বলেন। টিকটকে কতো মানুষের লাখ লাখ ফলোয়ার আছে। আর আমার তো মাত্র পঞ্চাশ হাজার।'
'কোয়ালিটি সম্পন্ন জিনিসের ভোক্তা একটু কমই থাকে। তাই হয়তো কম।'
'কি জানি। আমি এক সময় মডেলিং করতে চাইতাম। তার বিকল্প হিসেবে টিকটকে মাঝেমধ্যে ভিডিও আপলোড দেই।'
'আচ্ছা। আপনি কি ম্যারিড?' জানতে চাইলো রবিন।
'জি আমি ম্যারিড।' আফরিন বললো।
'শুনে কি মন খারাপ হয়ে গেলো তোমার? ভেরি স্যাড।' উপমা বললো হাসতে হাসতে। ওর কথায় সবাই হেসে দিলো।
'মন খারাপ তো হয়ই। যখনই কোনো সুন্দরী মেয়েকে ভালো লাগে, জিজ্ঞেস করলে বলে ম্যারিড অথবা বয়ফ্রেন্ড আছে। আমি কি এই বয়সেও আইবুড়ো থেকে যাবো?'
'পাবেন পাবেন। আপনার জন্য যার জুটি লেখা আছে সে আপনার জীবনে আসবে অবশ্যই।' আফরিন বললো। মেরুন রংয়ের সুন্দর একটা শাড়িতে বেশ রূপবতী লাগছে তাকে।
ওরা তিনজন আরো কিছুক্ষণ গল্প করলো। অনেকটাই ফ্রি হয়ে গেলো রবিন আফরিনের সাথে। যাওয়ার আগে একে অপরের নাম্বার আদান প্রদান করলো। আফরিন চলে যেতেই উপমা বললো তাকে জিগাতলায় পৌঁছে দিতে। রবিন সানন্দে রাজি হলো। বাইকে উঠে আগের মতো রবিনকে পেছন থেকে জড়িয়ে ধরলো উপমা। ওর খাড়া স্তন দুটো ডলে ডলে যেন আদর করে দিতে চাইছে রবিনের পিঠ।
'দুষ্টুমি যা করার করে নাও। তোমার বিয়ে ঠিক করে ফেলেছি কিন্তু।' রবিন বললো।
'তাই। আমার বিয়ে আর আমিই জানি না।'
'জানবে জানবে। সময় হোক।'
'আচ্ছা তাই বুঝি। তা বিয়ের আগে কি কি দুষ্টুমি করে নিতে হবে বলো তো।'
'যেগুলো বিয়ের পর করা যায় না এমন। ধরো আরো কয়েকটা প্রেম করলা।'
'নারে ভাই প্রেম করার শখ আমার মিটে গেছে। তোমার বন্ধু প্রেমিক হিসেবে আমাকে যেভাবে মূল্যায়ন করেছে তাতে আমি সন্তুষ্ট। আমার আর প্রেমিকের প্রয়োজন নেই।' কথাটা বলে রবিনের পিঠে স্তন আগুপিছু করে একটা ঘষা দিলো। রবিনের কান গরম হয়ে গেলো।
'তুমি কি টপসের নিচে ব্রা পরোনি?'
'পরেছি তো। কেনো?'
'মনে হলো তোমার বোটার সাথে ঘষা খেলাম তাই।'
'ওরে দুষ্টু। বন্ধুর বৌয়ের সাথে দুষ্টুমি করা হচ্ছে। বন্ধুর বৌয়ের দুধের ঘষা খেয়ে মন ভরেনি। এখন বোটার ঘষার কথা মনে হচ্ছে তাই না।' উপমার কথা শুনে প্যান্টের ভেতরে লিঙ্গ শক্ত হয়ে গেলো রবিনের। এতো খোলামেলা ভাষায় এর আগে উপমাকে কথা বলতে শোনেনি রবিন।
'আমি সৎ লোক। যা মনে হলো তাই বললাম।'
'হুম ঠিকই ধরেছো। বোটা দিয়েই ঘষা দিয়েছি। ব্রা পরেছি গেঞ্জির কাপড়ের। পাতলা। তোমার পিছনে বসে বোটা শক্ত হয়ে গেছে। তাই দেখিয়ে দিলাম।'
'দুষ্টু দেখা যাচ্ছে আমি একাই না। তুমিও আছো।'
'তা একটু আধটু আছি বৈকি।'
নারকম উত্তেজক কথাবার্তা বলতে বলতে ওরা যখন উপমার বাসার সামনে পৌঁছালো তখন দুজনের মধ্যে সেক্সুয়াল টেনশন শুরু হয়ে গেছে। বাইক থেকে নেমেই উপমা রবিনকে টেনে সিঁড়ির নিচে নিয়ে গেলো। উপমাদের নিজেদের ফ্ল্যাট দোতলায়। দারোয়ান তার রুমে বসে মোবাইলে গান শুনছে। এই সুযোগটা নিলো উপমা। রবিনকে নিয়ে সিঁড়ির নিচের অন্ধকার জায়গায় দাঁড়িয়ে কিস করা শুরু করলো। রবিনও সমগতিতে রেস্পন্স করতে শুরু করলো। দুজনের ঠোঁট দিয়ে একে অপরের রস নিঙড়ে নিতে শুরু করলো। মুখের মধ্যে জিভ ঢুকিয়ে দিয়ে চুষে যাচ্ছে উপমা। রবিনের ডান হাত কোমর থেকে সরিয়ে বুকের উপর নিয়ে রাখলো সে। রবিনের ডান হাতের নিচে উপমার বাম স্তন চাপা পড়েছে। বড় বড় দুটো স্তন। ভারী হওয়ায় ঈষৎ ঝুলে পড়েছে। রবিন আরাম করে স্তন মর্দন করতে লাগলো। দুই হাত দিয়ে চেপে ধরলো সে স্তন দুটো। দেয়ালের সাথে উপমার পিঠ ঠেকিয়ে দিয়ে স্তন টিপে যাচ্ছে আর ঠোঁট চুষছে রবিন। একটু পর বাম হাত উপমার জিন্সের ভেতর ঢুকিয়ে দিয়ে যোনি স্পর্শ করলো সে। ভিজে জবজব করছে। বাশ ঢুকালেও কোনো বাধা ছাড়াই ভিতরে ঢুকে যাবে। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে হুশ ফিরলো ওদের। একটা প্রাইভেট কার গেটের বাইরে এসে হর্ন দিয়েছে। দারোয়ান দৌড়ে গিয়ে গেট খুলে দিতে শুরু করেছে। রবিন ভাবলো এখন আর এখানে থাকা ঠিক হবে না। উপমার ঠোঁটে গভীর একটা চুমু দিয়ে বেরিয়ে এলো সে। উপমাও অন্ধকার থেকে বের হয়ে উপরে চলে গেলো। রবিন বাইক নিয়ে ছুটতে শুরু করলো বাসার দিকে।
পরদিন অফিস শেষ করে বাসায় না গিয়ে টাউনহল মার্কেটের দোতলার একটা রুমে গিয়ে উঠলো রবিন। এই রুমটা ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন নিজেদের অফিস হিসেবে ব্যবহার করে। মোহাম্মদপুর থানার সভাপতি-সেক্রেটারি এখানে বসে। লোকাল স্টুডেন্ট পলিটিক্স ক্যাম্পাস পলিটিক্সের চেয়ে জটিল। ক্যাম্পাস পলিটিক্স স্বল্পমেয়াদী। ছাত্রত্ব শেষ হয়ে গেলে ক্যাম্পাসের নেতাদের বেশিরভাগই চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়ে যায়। নেতা হতে গেলে ভদ্র ইমেজ ধরে রাখতে হয়। অল্প কয়েকজনই আঞ্চলিক রাজনীতি বা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে আঞ্চলিক ছাত্র রাজনীতি অনেকটা পারিবারিক উত্তরাধিকারের মতো। এখানে সভাপতি-সেক্রেটারি হওয়ার জন্য পারিবারিকভাবে রাজনীতির সাথে যুক্ত থাকতে হয়। এরাই পরবর্তীতে ওই অঞ্চলের মূলধারার নেতা হয়ে ওঠে। তবে সব ক্ষেত্রেই যে একই সূত্র চলে তাও না। হঠাৎ গজিয়ে ওঠা নেতাও চোখে পড়ে মাঝেমধ্যে, যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই।
অফিসে বসে সংঠনের সভাপতি তাস খেলছিলো। খেলার পার্টনারদের ঘিরে আছে আরো কতগুলো মুখ। একটা গোল টি টেবিলে খেলা হচ্ছে। চেয়ারে বসে আছে কয়েকজন তরুণ। কারো হাতে ফোন। কেউ বিড়ি ফুঁকছে। রবিনকে দেখে সভাপতি উঠে দাঁড়িয়ে সালাম দিলো। তারপর বললো- 'কেমন আছেন রবিন ভাই। অনেকদিন দেখা হয় না। ভাবছিলাম ফোন দিয়ে দেখা করবো আপনার সাথে। আজ আপনিই অফিসে চলে আসছেন। ভালোই হলো।'
সভাপতির নাম শিহাবুল ইসলাম সোহাগ। সবাই সোহাগ ভাই বলে ডাকে। সোহাগ রবিনের জুনিয়র। পড়ালেখায় ভালো ছেলেটা। পড়াশোনা করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করেছে দু'বছর হলো। ছাত্রত্ব নেই। এসব সংগঠনের ছাত্রনেতাদের ছাত্রত্ব থাকে না। তবুও তারা ছাত্রনেতা থেকে যায়। সোহাগের মামা এই ওয়ার্ডের কাউন্সিলর। তাই এলাকায় ব্যপক প্রভাব তার। মামার ডান হাত হিসেবেই সবাই চেনে তাকে। রবিনকে সমীহ করে সে। রবিনরা এই এলাকার পুরনো বাসিন্দা। ভালো জায়গায় পড়াশোনা করেছে এবং সাংবাদিক হিসেবে খ্যাতি পেয়েছে একথা জানে সোহাগ। রবিনদের তিন ব্যাচ জুনিয়র সে। ছোটবেলা থেকেই রবিনকে বড় ভাই বলে ডাকে।
'আমিও ভাবলাম তোমাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। একটু ঘুরে আসি। অফিস শেষে তাই এদিকেই আসলাম। মিলন কোথায়?' রবিন বললো।
'মিলন গেছে চট্টগ্রাম একটা ব্যবসার কাজে। চলে আসবে কাল পরশু।' সোহাগ বললো। মিলন সংগঠনের সেক্রেটারি। ততক্ষণে খেলা বাদ দিয়ে সবাই ভদ্র ছেলের মতো ওদের কথা শুনছে। রবিন একটা চেয়ার টেনে বসলো।
'তারপর নির্বাচনের কি খবর বলো। তোমরা তো কনক মিয়ার অনুসারী। নমিনেশন তো উনিই পাইছে। তোমাদের তো এখন অনেক কাজ।'
'কাজ সব গোছানোই আছে ভাই। এখন শুধু সময়ের অপেক্ষা। বিরোধী দলের কাউরে রাস্তায় নামার সুযোগ দিবো না। মাইর হবে উড়াধুড়া।'
'হ তোমাদের নির্বাচন তো এক রকম জেতাই। বিরোধী দল নির্বাচন বয়কট করবে বলেই মনে হয়। আর ওদের যে মাজাভাঙ্গা অবস্থা তাতে নির্বাচনের আগে দাঁড়াতে পারবে বলে মনে হয় না।'
'তবুও আমাদের হাই কমান্ড থেকে নির্দেশ আছে সব সময় প্রস্তুত থাকতে। আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে শেয়ার কইরেন ভাই। ওয়ার্ডের ইন্টার্নাল রাজনীতিতে আগায়ে থাকতে হলে নিজেদের আরো একটু ফোকাসে নিতে হবে।'
'সেতো করবোই। তোমরা আমার ছোটভাইয়ের মতো। তোমাদের হাতে ক্ষমতা থাকা মানে আমার হাতেই ক্ষমতা। সামনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে নেতার সমর্থন পাওয়ার জন্য যা যা করা লাগে করো। হাসিব মোল্লা কিন্তু ভালোই শো অফ করতেছে। ব্যানার ট্যানার টাঙায়া হুলস্থুল। যেন ভাই খালি ওর একার।'
'ও যাই করুক, লাভ নাই। সমর্থন মামাই পাবে ভাই। টেনশন নিয়েন না। এবার পায় নাই, আগামীতেও পাবে না। নেতা তেলবাজ আর কাজের লোকের পার্থক্য বোঝে।'
'তা ঠিকই বলছো। হাসিব মোল্লা একটা ধুরন্ধর। জাতীয় রাজনীতিতে ক্ষমতার পালাবদল হলে ওর দল পাল্টাতে এক দিনও লাগবে না। যেখানে স্বার্থ আছে সেখানে ও আছে।'
'আপনি সাংবাদিক মানুষ ভাই৷ আপনি তো অনেক খোঁজ খবর রাখেন। ইদানীং নাকি হাসিব মোল্লা নেতার বাড়িতে খুব ঘনঘন যায়। অনেক রাতেও নাকি তাকে দেখা যায় নেতার বাসায়। সেখানে গিয়ে কী করে পারলে আমাকে একটু জানায়েন তো। এবার সমর্থনের আশায় পাগল হয়ে গেছে ও। কি যে ষড়যন্ত্র করতেছে কে জানে।'
'আচ্ছা দেখি কী তথ্য বের করা যায়। কিছু পাইলে তোমাকে জানাবো।' রবিনের জন্য কফি এসেছে। কফিতে চুমুক দিতে দিতে একটা সিগারেট ধরালো সে।
'দেলোয়ার চাচার ছেলেরা তো দেশে আসবে বলে মনে হয় না।' সিগারেট থেকে ধোঁয়া ছেড়ে বললো রবিন।
'নাহ। এইদেশে এসে করবে কি তারা। সুইডেনে রাজার হালতে আছে। এই ফকিন্নি দেশে তাদের পাওয়ার কিছু নাই।'
'হ সেইটাই। দেলোয়ার চাচার পর তোমাকেই মানুষ এলাকার নেতা হিসেবে মেনে নিয়েছে। ভবিষ্যৎ কাউন্সিলর তুমিই।'
'সবই আপনাদের দোয়া ভাই৷'
'ঠিক আছে। আজকে তাহলে উঠি। আবার কথা হবে।'
'ঠিক আছে ভাই। আইসেন মাঝেমধ্যে। আপনি আসলে ভালো লাগে।'
'আচ্ছা সুযোগ পেলে আসবো।'
সংগঠনের অফিস থেকে বের হতেই ফোন বেজে ওঠে রবিনের। উপমা কল দিয়েছে।
'হ্যা ,বলো উপমা।' রবিন কল রিসিভ করে বলে।
'তুমি যে অ্যাসাইনমেন্ট দিছিলা তার কতদূর কি করতে পারলাম খোঁজ তো নিলা না।' উপমা বললো।
'একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাই কল দিতে পারিনি। কাল দেখা করি তাহলে।'
'ঠিক আছে। কোথায় বসবা। সেদিনের সেই জায়গায়?'
'নাহ। অন্য কোথাও বসবো।'
'আচ্ছা।'
ফিরোজ সাহেবের কুকুর দেখার রোগ অনেক বেড়ে গেছে। এখন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ওই কুকুরটা দেখতে পান। তার নিজেকে পাগল পাগল লাগে। তিনি কি সত্যিই পাগল হয়ে গেলেন? গতকাল একজন সিনিয়র অফিসার তাকে ধমক দিয়েছেন কথার মাঝখানে আনমনা হয়ে যাওয়ার কারণে। তিনি নিজেকে অনেক আত্মবিশ্বাসী ভাবেন। তার মতো কঠিন একটা লোকের সাথে এ ধরনের ঘটনা ঘটবে এ যেন অকল্পনীয়। ফিরোজ ঠিক করেছেন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন তিনি। লাঞ্চের পর অফিস থেকে বেরিয়ে পড়লেন তিনি। গতকাল রাতেই ডাঃ মেহজাবিনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন। তার চেম্বার এলিফ্যান্ট রোডে।
ফিরোজ যখন মেহজাবিনের চেম্বারে ঢুকলেন তখন তাকে ঠিক চোরের মতো লাগছিলো। তিনি মানসিক রোগের জন্য চিকিৎসা নিচ্ছেন একথা ফাঁস হলে সবাই তাকে পাগল বলে ডাকবে। তার প্রমোশন আটকে যাবে। মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাবেন তিনি। কিন্তু ডাক্তারের কাছে আসা ছাড়া তার কাছে অন্য উপায় ছিলো না। পীর ফকির তিনি বিশ্বাস করেন না।
'জি ফিরোজ সাহেব, আপনার সমস্যাটা বলুন।' ডাক্তার মেহজাবিন বললেন। একজন মধ্যবয়সী নারী। চেহারায় আভিজাত্য সুস্পষ্ট। সাদা অ্যাপ্রোন পরে গদিওয়ালা চেয়ারে বসে আছেন তিনি। তার সামনে ফিরোজ।
'আমি কুকুর দেখি।'
'কুকুর তো সবাই দেখে। এটা কি অস্বাভাবিক কিছু?'
'সবার কুকুর আর আমার কুকুর এক না। আমি একই রকম কুকুর সবজায়গায় দেখি। সারা শরীর কালো। মাথার উপরে সাদা ছোপ। যেখানেই যাই এই একটা মাত্র কুকুর দেখি আমি।'
'আচ্ছা। আপনার সমস্যা কতদিন ধরে হচ্ছে?'
'এক সপ্তাহর মতো।'
'কুকুর দিনে দেখেন নাকি রাতেও?'
'দিনেই বেশিরভাগ দেখি। রাতে বের হলে রাতেও দেখি। এমনকি একদিন আমার গাড়ির ভিতরেও কুকুর দেখছি।'
'তাই? বিষয়টা তো বেশ জটিল মনে হচ্ছে। আপনি কী কাজ করেন?'
'আমি পুলিশে চাকরি করি।'
'হুম। তার মানে ঘুম ঠিক মতো হয় না তাইতো।'
'ঘুমে ব্যাঘাত ঘটে। অনেক সময় সারা রাতও জেগে কাটাতে হয়।'
'আপনি কি হঠাৎ খুব উত্তেজিত হয়ে যান?'
'হ্যা, আমার রাগ বেশি। হঠাৎ রেগে যাওয়া আমার একটা বাজে অভ্যাস।'
'সম্প্রতি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন?'
'ঠিক দুশ্চিন্তা না। তবে মাথায় টেনশন থাকে অলয়েজ।'
ডাঃ মেহজাবিন কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন- 'আপনার সমস্যাটা কোনো সমস্যা না। যারা অধিক কাজের প্রেসারে থাকে বা দুশ্চিন্তা করে তাদের মাঝেমধ্যে এরকম সমস্যা দেখা দেয়। আমি ওষুধ লিখে দিচ্ছি। ফুল কোর্স খেলে আশা করি ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। আপনি যা দেখেছেন সব হ্যালুসিনেশন। ওগুলো বাস্তব নয়। আপনার মস্তিষ্কের কল্পনা।'
'সেটা হলেই ভালো। আমি চাই না কুকুরটা বাস্তব হোক।'
ফিরোজ মেহজাবিনের চেম্বার থেকে প্রেস্ক্রিপশন নিয়ে বের হয়ে এলেন। গাড়িতে বসে কাগজটা সামনে মেলে ধরলেন। ডাক্তারদের গতানুগতিক লেখা। বোঝার উপায় নেই। একমাত্র ফার্মেসিওয়ালাই বুঝবে। একটা মাত্রই শব্দই বোঝা যাচ্ছে। সিজোফ্রেনিয়া।
দুপুর দুইটা। রবিন উপমাকে ফোন দিয়ে বললো শুক্রাবাদ আসতে। সেখান থেকে সে তাকে বাইকে পিক করে নেবে। ঠিক এক ঘন্টা পর উপমা রবিনকে কল দিলো। রবিন শুক্রবাদ পৌঁছানোর পাঁচ মিনিট পর উপমা চলে আসলো। সিএনজির ভাড়া মিটিয়ে রবিনের বাইকে চড়ে বসলো সে। একটা জিন্স আর একটা টপস পরেছে আজ উপমা। চুলগুলো সুন্দর করে বাধা। দেখতে বেশ মিষ্টি লাগছে। বাইকের দুই পাশে পা দিয়ে বসলো। বাইক চালু হতেই রবিনের পেটের উপর হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বসলো উপমা। স্তন দুটো রবিনের পিঠে পিষে গেলো। নরম স্তনের স্পর্শে নিম্নাঙ্গে নড়াচড়া টের পেলো রবিন।
'কোথায় যাবা।' উপমা বললো।
'অজানায় হারিয়ে যাবো তোমাকে নিয়ে।'
'আহা শখ কতো। ভালোই মেয়ে পটাতে পারো তুমি।'
'আমি মেয়ে পটাই না। মেয়েরা আমাকে পটায়।'
'সে তো দেখতেই পাচ্ছে। একটা মেয়ে পটানোর জন্য আমার সাহায্য নিচ্ছে আবার বলে সে মেয়ে পটায় না। হুহ।'
'এই মেয়েকে পটানো প্রয়োজন পেশাগত কাজের জন্য। তাই পটানো লাগছে।'
'কাজের কথা বলেই তো সব মেয়েকে বিছানায় নাও। তোমাকে আমি চিনে গেছি।'
'কি করে চিনলে। চিনলে তো আমার মায়ায় পড়ে যেতে।'
'থাক আমার লাগবে না তোমার মায়ায় পড়তে।'
'মায়ায় পড়তে না চাইলে নরম নরম ছোয়ায় লোভ দেখাচ্ছো কেনো?'
'মোটেই লোভ দেখাচ্ছি না। লোভ দেখালাম কখন?'
'নাহ দেখাওনি। আমি আসলে খারাপ। এজন্যই তোমার বুবসের ছোয়ায় উত্তেজিত হয়ে যাচ্ছি।'
'শয়তান ছেলে। মনে মনে এতো দুষ্টু তুমি।'
'তুমি তো খুব ভালো। তাহলে সোজা হয়ে বসো।'
'না বসবো না। তাহলে পড়ে যাবো।'
'আহা কি সুন্দর যুক্তি।' কথাটা বলে রবিন হেসে দিলো। উপমাও হাসলো। তবে বুক রবিনের পিঠ থেকে সরানোর গরজ অনুভব করলো না।
জিয়া উদ্যান গিয়ে বাইক পার্ক করলো রবিন। তারপর লেকের পাশের একটা সিঁড়িতে বসলো দুজন। এতো মিশে বসেছে ওরা দেখলে যেকেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাববে। রবিনের একটা বাহু জড়িয়ে ধরে বসেছে উপমা।
'বলো। আফ্রোদিতির কি খবর। কতদূর এগিয়েছো?' রবিন বললো।
'আফরিন থেকে আফ্রোদিতি। তুমি তো দেখছি সত্যিই প্রেমে পড়ে গেছো মেয়েটার।'
'আরে না, তাই হয় নাকি। যেকোনো মেয়ের প্রতি আমার প্রেম জাগে না।'
'আচ্ছা। আফরিনের সাথে সম্পর্ক খুবই ক্লোজ হয়ে গেছে আমার। গত এক সপ্তাহে অনেক গল্প করেছি আমরা। আমাকে একদিন ওর বাসায় নিতে চায়।'
'তাই নাকি। দারুণ খবর। বাসায় যাওয়া গেলে যাও। তবে তার আগে আমার সাথে পরিচয় করিয়ে দাও।'
'সেটা কিভাবে হবে। কি বলে পরিচয় দেবো?'
'বলবা বয়ফ্রেন্ড।' বলেই পেছন থেকে পিঠের উপর হাত দিয়ে উপমাকে জড়িয়ে ধরলো রবিন। তার হাতের আঙুল উপমার স্তনের গোড়ায় গিয়ে পৌঁছেছে। নরম মাংসের একটা ফিলিংস পাওয়া যাচ্ছে। উপমার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেলো না৷ যেন কোনো সঙ্কোচ নেই। হবু স্বামীর বন্ধুর সাথে এভাবে বসাই যেন নিয়ম।
'আর ইউ ফাকিং সিরিয়াস? তোমাকে বয়ফ্রেন্ড বলবো? আর তোমার সাথে ওর দেখাই বা হবে কোথায়?'
'আরে নাহ, বয়ফ্রেন্ড বলা লাগবে না। বলবা কলেজ ফ্রেন্ড। আগামীকাল দৃক গ্যালারিতে ফাহিম ভাইয়ের ছবি প্রদর্শনী হবে৷ আফরিনকে তুমি সেখানে নিয়ে আসবা। হঠাৎ আমার সাথে দেখা হবে। যেন অনেকদিন পর দেখা হলো। কলেজে একসাথে পড়েছি আমরা। এরপর আফরিনের সাথে পরিচয় করিয়ে দেবে।'
'আচ্ছা। ভালো প্ল্যান। তারপর তুমি কি করবা?'
'কি করবো সেটা তখনই দেইখো।'
'ঠিক আছে দেখবো।'
রবিনের হাত তখনো আফরিনের স্তনের গোড়া দিয়েই নড়াচড়া করছে। সতর্ক হাত। সামনে বাড়তে চায় না যেন। রবিন জানে উপমা অরিত্রের হবু বৌ। বন্ধুর বৌকে খাটে তোলার চিন্তা তার মাথায় নেই। কারণ একটা মেয়ের জন্য সে বন্ধুত্ব নষ্ট করতে চায় না। অরিত্রের প্রেমিকা না হয়ে অন্য কেউ হলে এতোক্ষণে স্তন টিপে আলুভর্তা করে ফেলতো তাতে কোনো সন্দেহ নেই।
উপমার সাথে দেখা করে রবিন গেলো অরিত্রের বাসায়। চন্দনের ঘ্রাণে পুরো বাড়ি মৌমৌ করছে। সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে। চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন।অনেকদিন পর আদর্শ * বাড়ির একটা রূপ দেখা যাচ্ছে। অবাক হলো রবিন। ঘরে ঢুকে দেখতে পেলো একটা যুবক বয়সের ছেলে, একটা অল্পবয়সী মেয়ে আর অরিত্র ড্রইং রুমে বসে গল্প করছে।
'এরা কারা?' বসতে বসতে বললো রবিন।
'এরা আমার গ্রামের বাড়ি থেকে এসেছে। মালতি পিসি পাঠিয়েছে। ওরা এখানেই থাকবে। আমার দেখাশোনার জন্য। মালতি পিসির আত্মীয় হয়।'
'আচ্ছা। খুব ভালো।'
'ও হচ্ছে সঞ্জয় আর ও সাবিত্রী।'
'খুশি হলাম জেনে যে মালতি পিসি অরিত্রের জন্য ভাবে। আর তোমরা যখন এসে পড়েছো তখন অরিত্রের কোনো সমস্যা থাকবে না আশা করি।'
'সমস্যা হবেনে না। কিন্তু দাদারে কন বিয়া করতে। বয়স তো কম হয় নাই। পাত্রীও রেডি আছে। তাইলে বিয়া না কইরা থাকার কাম কি।' সঞ্জয় বললো।
'আমরা এইডাই বুঝাইতে চাইতেছি দুইদিন ধইরা। কিন্তু উনি বলতেছে বিয়া কইরা কি হয়। দুইজন নারী পুরুষ একসাথে থাকার জন্য নাকি বিয়া লাগে না। এইডা কোনো কথা কন তো দেহি।' সাবিত্রী বললো। তার কণ্ঠে অনুযোগের সুর।
'ওরা ঠিকই বলেছে অরিত্র। তোর উচিত এখন বিয়ে করে ফেলা। বিয়ে ছাড়া এইদেশে থাকাটা ঠিক হবে না। আমেরিকা থাকলে লিভ টুগেদার করতি সমস্যা ছিলো না। কিন্তু এদেশে এর পারমিশন নেই। কথায় আছে না, যস্মিন দেশে যদাচার। তাই বিয়েটা করে ফেল ভাই।'
'তুইও ওদের সাথে তাল মিলালি। হায়রে। ঠিক আছে। আয়োজন কর তোরা। বিয়ে করে ফেলি।'
অরিত্রের কথা শুনে হুররে বলে চিৎকার দিয়ে উঠলো সঞ্জয় আর সাবিত্রী। যেন অসাধ্য সাধন করেছে ওরা। রবিন এসেছিলো বীরেন বাবুর হত্যারহস্য কতোটুকু উদঘাটন করা গেলো, কি করা লাগবে সামনে, সেগুলো নিয়ে কথা বলতে। কিন্তু বিয়ের প্রসঙ্গ সামনে চলে আসায় চেপে গেলো সে। কারণ রবিনও চায় অরিত্রের বিয়েটা হয়ে যাক। তাহলে ছেলেটার একাকী জীবনে সার্বক্ষণিক একটা সঙ্গী থাকবে। কাজকর্মেও মনোযোগ আসবে। এখন আবার বীরেন বাবুর বিষয়টা উত্থাপন করলে ও হয়তো বেকে বসবে যে এই রহস্য শেষ না হওয়া পর্যন্ত সে বিয়ে করবে না।
দৃক গ্যালারিতে ফাহিম ভাইয়ের চিত্র প্রদর্শনী হবে বিষয়টা জানতে পেরে আফরিনের সাথে সাক্ষাতের দৃশ্যকল্পটা মাথায় আসে রবিনের। রবিন উপমাকে ফোন দিয়ে বলে আফরিনকে নিয়ে প্রদর্শনীতে যেতে। অফিসের কাজ শেষ করে সেও রওনা দেয়। বিকাল চারটা বেজে গেছে। এখনই উপযুক্ত সময় এনকাউন্টারের। দৃক গ্যালারিতে পৌঁছে ইতিউতি তাকায় রবিন। আফরিন আর উপমাকে খুঁজছে তার দুই চোখ। দোতলায় গিয়ে ওদের দেখা পায় সে। একটা ছবির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে দুই সুন্দরী।
'হাই, আমার যদি ভুল না হয় তুমি কি উপমা?' পাক্কা অভিনেতার মতো করে জানতে চায় রবিন।
'হ্যা, আর তুমি রবিন না?' অবাক হয়ে জানতে চায় উপমা। আফরিন দুজনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে।
'হ্যা আমি রবিন। কতদিন পর তোমার সাথে দেখা হলো। আমেরিকা থেকে কবে এসেছো?'
'এইতো মাস খানেক হয়েছে। তোমাকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগলো।' উপমা বললো।
'এটা হলো আমার কলেজ ফ্রেন্ড। আর এ আমার বান্ধবী আফরিন।' দুজনকে দুজনের সাথে পরিচয় করিয়ে দিলো উপমা।
'নাইস টু মিট ইউ' বলে হাত বাড়িয়ে দিলো রবিন। আফরিনও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো।
'আসলে ফাহিম ভাই বলছিলেন যে তার একটা প্রদর্শনী আছে দৃক এ। তাই আসলাম। এসে ভালোই হলো দেখছি।'
'ফটোগ্রাফার ফাহিম আপনার পরিচিত?' জানতে চাইলো আফরিন।
'হ্যা, উনি আমাকে খুবই স্নেহ করেন। তার মতো আন্তর্জাতিক মানের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের স্নেহ পাওয়া ভাগ্যের ব্যাপার।'
'তা ঠিক বলেছেন। এতো সুন্দর সুন্দর ছবি শুধু গুগলে সার্চ করলেই দেখা যায়। বাস্তবে এমন ছবি এই প্রথম দেখলাম।'
'আসেন আপনাদের ফাহিম ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই।'
আফরিন আর উপমাকে লাউঞ্জে নিয়ে গেলো রবিন। তারপর ফাহিম রহমানের সাথে পরিচয় করিয়ে দিলো। আফরিন আর উপমা ফাহিম রহমানের সাথে সেলফি তুললো। খুবই খুশি হয়েছে আফরিন ফাহিমের সাথে ছবি তুলতে পেরে।
দৃকে আরো কিছুক্ষণ থেকে ধানমণ্ডি লেকে গিয়ে বসলো তিনজন। কফির অর্ডার দিয়ে আবার গল্প জুড়ে দিলো ওরা।
'আপনাকে কেমন যেন যেন চেনা চেনা লাগছে। মনে হয় কোথায় যেন দেখেছি। আপনি কি অভিনয় করেন?' রবিন বললো।
'অভিনয় করার সৌভাগ্য আমার হয়নি। তবে আপনার মতো অনেকেই এই কথা বলে আমাকে। আসলে টিকটকে আমার পঞ্চাশ হাজারের মতো ফলোয়ার আছে। কয়েকটা ভিডিও অনেক ভিউ পেয়েছে। ওগুলো যারা দেখেছে তাদেরই কেউ কেউ এমনটা বলে। আপনিও হয়তো অমন কোনো ভিডিও দেখেছেন।' আফরিন বললো।
'তাই নাকি। আপনি তো দেখা যাচ্ছে সেলিব্রিটি।'
'আরে নাহ। কি যে বলেন। টিকটকে কতো মানুষের লাখ লাখ ফলোয়ার আছে। আর আমার তো মাত্র পঞ্চাশ হাজার।'
'কোয়ালিটি সম্পন্ন জিনিসের ভোক্তা একটু কমই থাকে। তাই হয়তো কম।'
'কি জানি। আমি এক সময় মডেলিং করতে চাইতাম। তার বিকল্প হিসেবে টিকটকে মাঝেমধ্যে ভিডিও আপলোড দেই।'
'আচ্ছা। আপনি কি ম্যারিড?' জানতে চাইলো রবিন।
'জি আমি ম্যারিড।' আফরিন বললো।
'শুনে কি মন খারাপ হয়ে গেলো তোমার? ভেরি স্যাড।' উপমা বললো হাসতে হাসতে। ওর কথায় সবাই হেসে দিলো।
'মন খারাপ তো হয়ই। যখনই কোনো সুন্দরী মেয়েকে ভালো লাগে, জিজ্ঞেস করলে বলে ম্যারিড অথবা বয়ফ্রেন্ড আছে। আমি কি এই বয়সেও আইবুড়ো থেকে যাবো?'
'পাবেন পাবেন। আপনার জন্য যার জুটি লেখা আছে সে আপনার জীবনে আসবে অবশ্যই।' আফরিন বললো। মেরুন রংয়ের সুন্দর একটা শাড়িতে বেশ রূপবতী লাগছে তাকে।
ওরা তিনজন আরো কিছুক্ষণ গল্প করলো। অনেকটাই ফ্রি হয়ে গেলো রবিন আফরিনের সাথে। যাওয়ার আগে একে অপরের নাম্বার আদান প্রদান করলো। আফরিন চলে যেতেই উপমা বললো তাকে জিগাতলায় পৌঁছে দিতে। রবিন সানন্দে রাজি হলো। বাইকে উঠে আগের মতো রবিনকে পেছন থেকে জড়িয়ে ধরলো উপমা। ওর খাড়া স্তন দুটো ডলে ডলে যেন আদর করে দিতে চাইছে রবিনের পিঠ।
'দুষ্টুমি যা করার করে নাও। তোমার বিয়ে ঠিক করে ফেলেছি কিন্তু।' রবিন বললো।
'তাই। আমার বিয়ে আর আমিই জানি না।'
'জানবে জানবে। সময় হোক।'
'আচ্ছা তাই বুঝি। তা বিয়ের আগে কি কি দুষ্টুমি করে নিতে হবে বলো তো।'
'যেগুলো বিয়ের পর করা যায় না এমন। ধরো আরো কয়েকটা প্রেম করলা।'
'নারে ভাই প্রেম করার শখ আমার মিটে গেছে। তোমার বন্ধু প্রেমিক হিসেবে আমাকে যেভাবে মূল্যায়ন করেছে তাতে আমি সন্তুষ্ট। আমার আর প্রেমিকের প্রয়োজন নেই।' কথাটা বলে রবিনের পিঠে স্তন আগুপিছু করে একটা ঘষা দিলো। রবিনের কান গরম হয়ে গেলো।
'তুমি কি টপসের নিচে ব্রা পরোনি?'
'পরেছি তো। কেনো?'
'মনে হলো তোমার বোটার সাথে ঘষা খেলাম তাই।'
'ওরে দুষ্টু। বন্ধুর বৌয়ের সাথে দুষ্টুমি করা হচ্ছে। বন্ধুর বৌয়ের দুধের ঘষা খেয়ে মন ভরেনি। এখন বোটার ঘষার কথা মনে হচ্ছে তাই না।' উপমার কথা শুনে প্যান্টের ভেতরে লিঙ্গ শক্ত হয়ে গেলো রবিনের। এতো খোলামেলা ভাষায় এর আগে উপমাকে কথা বলতে শোনেনি রবিন।
'আমি সৎ লোক। যা মনে হলো তাই বললাম।'
'হুম ঠিকই ধরেছো। বোটা দিয়েই ঘষা দিয়েছি। ব্রা পরেছি গেঞ্জির কাপড়ের। পাতলা। তোমার পিছনে বসে বোটা শক্ত হয়ে গেছে। তাই দেখিয়ে দিলাম।'
'দুষ্টু দেখা যাচ্ছে আমি একাই না। তুমিও আছো।'
'তা একটু আধটু আছি বৈকি।'
নারকম উত্তেজক কথাবার্তা বলতে বলতে ওরা যখন উপমার বাসার সামনে পৌঁছালো তখন দুজনের মধ্যে সেক্সুয়াল টেনশন শুরু হয়ে গেছে। বাইক থেকে নেমেই উপমা রবিনকে টেনে সিঁড়ির নিচে নিয়ে গেলো। উপমাদের নিজেদের ফ্ল্যাট দোতলায়। দারোয়ান তার রুমে বসে মোবাইলে গান শুনছে। এই সুযোগটা নিলো উপমা। রবিনকে নিয়ে সিঁড়ির নিচের অন্ধকার জায়গায় দাঁড়িয়ে কিস করা শুরু করলো। রবিনও সমগতিতে রেস্পন্স করতে শুরু করলো। দুজনের ঠোঁট দিয়ে একে অপরের রস নিঙড়ে নিতে শুরু করলো। মুখের মধ্যে জিভ ঢুকিয়ে দিয়ে চুষে যাচ্ছে উপমা। রবিনের ডান হাত কোমর থেকে সরিয়ে বুকের উপর নিয়ে রাখলো সে। রবিনের ডান হাতের নিচে উপমার বাম স্তন চাপা পড়েছে। বড় বড় দুটো স্তন। ভারী হওয়ায় ঈষৎ ঝুলে পড়েছে। রবিন আরাম করে স্তন মর্দন করতে লাগলো। দুই হাত দিয়ে চেপে ধরলো সে স্তন দুটো। দেয়ালের সাথে উপমার পিঠ ঠেকিয়ে দিয়ে স্তন টিপে যাচ্ছে আর ঠোঁট চুষছে রবিন। একটু পর বাম হাত উপমার জিন্সের ভেতর ঢুকিয়ে দিয়ে যোনি স্পর্শ করলো সে। ভিজে জবজব করছে। বাশ ঢুকালেও কোনো বাধা ছাড়াই ভিতরে ঢুকে যাবে। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে হুশ ফিরলো ওদের। একটা প্রাইভেট কার গেটের বাইরে এসে হর্ন দিয়েছে। দারোয়ান দৌড়ে গিয়ে গেট খুলে দিতে শুরু করেছে। রবিন ভাবলো এখন আর এখানে থাকা ঠিক হবে না। উপমার ঠোঁটে গভীর একটা চুমু দিয়ে বেরিয়ে এলো সে। উপমাও অন্ধকার থেকে বের হয়ে উপরে চলে গেলো। রবিন বাইক নিয়ে ছুটতে শুরু করলো বাসার দিকে।