03-12-2023, 01:56 AM
এই পর্বে এক মায়ের অসহায় রূপটা যেমন ভয়ানক ভাবে আবারো ফুটে উঠেছে তেমনি বা বলা উচিত একপ্রকার তার চেয়েও বেশি এক পুরুষের মানসিক দ্বন্দ্ব ও অসহায় পরিস্থিতিটা প্রকাশ পেয়েছে। হতে পারে পীযুষ আধুনিক শহরের এক মেধাবী শিক্ষক কিন্তু বন্য আদিম অনুভূতি তার মধ্যেও বর্তমান। সে জানে এই লোভী দুনিয়ায় নিজের কাছের দামি জিনিসকে জনসমক্ষে আনার ফল কি হতে পারে। আজ তার মধ্যে চলা ঝড়কে অবচেতন মনের এক যৌন ঈর্ষাও বলা যায় আবার এক ভাবে স্ত্রীর প্রতি তীব্র ভালোবাসাও। কিন্তু বাচ্চাটার অবস্থা শেষমেষ তাকে বাধ্য করবেই হার মানতে। আর এর ফলে আগামী পর্বে যা যা হোনে তা তো আমরা জানতেই পারবো। তাই অজ্ঞ হয়ে চুপটি করে অপেক্ষায় রইলাম সেই ফাঁকা পৃষ্টা গুলো পূরণের।
দারুন পর্ব।
দারুন পর্ব।