02-12-2023, 04:38 PM
খুবই সাধারন মানের লেখা। লেখা পড়ে মনে হচ্ছে গল্প পড়তে পড়তে উৎসাহী হয়ে একটা গল্প লেখায় মনোস্থির করা কোনো লেখকের ইচ্ছা এটি। প্রারম্ভিক গল্প হিসাবে ইনসেস্ট বেছে নিলেও প্লটটা নিয়ে খুব যে ভেবে-চিন্তে শুরু করেছে তা নয়। বরং আস্তে আস্তে গল্পটা এগিয়ে নিয়ে যাবার প্ল্যান ছিলো। কিন্তু খেই হারিয়ে ফেলেছে কিংবা এগিয়ে নিয়ে যাবার মতোন যথেষ্ঠ মশলা হাতে না থাকয় ক্ষান্ত দিতে বাধ্য হয়েছে। সাদা-মাঠা গল্প হলেও শুরুটা একজন নবীণ লেখক হিসাবে খুব যে খারাপ করেছে তা বলা যাবে না। লিখতে লিখতে হাত পাকিয়ে নিতে পারতেন যদি লেখাটা সাহস করে এগিয়ে নিয়ে যেতেন।
লেখকের প্রতি শুভ কামনা রইলো। কখনো আবার এটি কিংবা নতুন কিছু লেখা শুরু করলে যেনো ভালো করেন সেই কামনা...
লেখকের প্রতি শুভ কামনা রইলো। কখনো আবার এটি কিংবা নতুন কিছু লেখা শুরু করলে যেনো ভালো করেন সেই কামনা...