30-11-2023, 03:14 PM
(29-11-2023, 08:40 PM)মাগিখোর Wrote:
রেখার মুখে আঘাত লেগে যাবার ভয়ে শঙ্কিত ডাক্তার, নিজের লিঙ্গ, রেখার মুখ থেকে সরিয়ে; রেখাকে তুলে খাটের উপর বসালো। পা মাটিতে, কোমর বিছানার ধারে রেখে, রেখাকে চিৎ করে শুইয়ে দিলো ডাক্তার। নিজে, নিচে নেমে বসলো।
খাটে উঠে বসে, রেখার মাথা পরম মমতায় কোলে নিয়ে, ডাক্তারবাবুর হাত থেকে ভেজা টাওয়েল নিতে নিতে বললো পলাশ। সযত্নে মুছিয়ে দিতে লাগলো রেখার উত্তপ্ত শরীর।
- - ডাক্তার বাবু, আপনিও তো ঘেমে গেছেন। যান গোপার সঙ্গে। চোখে-মুখে জল দিয়ে, একটু রেস্ট নিন। অনেক বেলা হয়ে গেছে।
শরীরে শাড়ি জড়িয়ে গোপা ডাক্তারবাবুকে নিয়ে চললো বাথরুমের দিকে। কৃতজ্ঞতায় ভরে আছে গোপার মন। ডাক্তারবাবুর অসীম দয়া। এর বিনিময়ে টাকা-পয়সাই সব নয়।
গোপার মনের অতলে কিছু একটা ভাবনা দানা বাঁধছে।
বাঃ, এই তো! ডিটেলে ভর্তি। চোখের সামনে দেখা যায় যেন।