29-11-2023, 08:49 PM
দুটো পর্ব একসাথে পড়লাম। দুর্দান্ত বর্ণনা! যেমন ভৌগোলিক অবস্থান নিয়ে তেমনি মনের মধ্যে অনবরত ছুটতে থাকা চঞ্চল অনুভূতি গুলোর। এ গল্প চাইলেই অশালীন পরকীয়ার দিকে চলে যেতেই পারতো কিন্তু সে পথে না গিয়ে এক কঠিন মরুভুমির পথে এগিয়ে চলেছে নিজ গতিতে। শম্ভুর মধ্যে বিষ যেমন আছে, তেমনি সে বিষকে কাবু করতেও জানে। সে প্রয়োজনে অত্যাচারী স্বৈরাচারী সব হতে পারে কিন্তু যার তার সঙ্গে নয়। চারিত্রিক দৃঢ়তা তাকে আর পাঁচটা পার্ভার্ট এর থেকে পৃথক করে। আর তাই এই কাহিনী পরকীয়ার থেকেও বেশি মানবিকতার। দারুন দারুন। ♥️