25-11-2023, 01:07 PM
(24-11-2023, 09:15 PM)মাগিখোর Wrote: যতই 20 মিনিট 25 মিনিট 1 ঘন্টা রতি মিলনের গল্প শুনুন না কেন, বাস্তবে 5/7 মিনিটের বেশি হয় না। পুরুষ সহজেই উত্তেজিত হয় এবং দ্রুত স্থলিত হলে তার কাম বাসনা শেষ হয়ে যায়।
অপরদিকে নারীর উত্তেজিত হতে অনেকক্ষণ সময় লাগে। নারীকে ভালোবেসে, আদর করে, উত্তেজিত করে, একবার রসস্খলন করিয়ে; লিঙ্গ প্রবেশ করলে, তাদের আনন্দ বেশি হয়।
নারী শরীরে, বিভিন্ন অংশ আছে; যেগুলো উত্তেজনাপ্রবণ। বিভিন্নভাবে শৃঙ্গার করে, নারীকে আগে উত্তেজিত করে তুলতে হয়। তারপরই একটা সফল মিলন অনুষ্ঠিত হয়।
ওই ১৫ মিনিট ধরে পক পক, পকাত পকাত, গল্পেই শোনা যায়; বাস্তবে হয় না। বেশিরভাগ নারীর, দীর্ঘ বিবাহিত জীবনে একবারও চরমপুলক আসেনি; এই সংখ্যাটাই বেশি।
দীর্ঘ সময় ধরে রমন সক্ষম পুরুষ, বাস্তবে কমই দেখা যায়। জানিনা, আপনাদের অভিজ্ঞতা হয়তো আমার চেয়ে বেশি।
বাস্তব জীবনে আমার বয়স কিন্তু 70 প্লাস।
এই লেখাটা আপনি পড়লে একটা লাইক দিয়ে দেবেন তাহলে আমি এই লাইনটাকে মুছে দেব।
দাদা, বাস্তব জীবনে আমার বয়স ৬০+। অবশ্যই বিবাহিত এবং তিনটি প্রাপ্তবয়স্ক সন্তানের জনক। পক, পক পকাতের কথা বলিনি। বলেছি খুঁটিনাটি বর্ণনার কথা। যেন স্লো মোশনে দেখছি। রমণের পূর্বে, সময় ও রমনের পরের বিশ্রম্ভালাপের কথা। রমনের সময় আসন পরিবর্তনের কথা। আসন পরিবর্তন করলে দেখছি দীর্ঘক্ষণ সঙ্গম করা যায়। ১৫ মিনিটের অনেক বেশি। আমার বিশ্বাস এটি যে কোনও পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য। রিসার্চ ও তাই বলে।