23-11-2023, 06:12 PM
তারিখ ৬ই মার্চ, ২০১১
স্থান- কলকাতা
সময়- সকাল ১২টা ৩০ মিঃ
স্নান করে দুজনেই সেজেগুজে একেবারে ফিটফাট হয়ে রেডী। সুদীপ্তা চোখে পড়ে নিল রেব্যান সানগ্লাস। রাহুল ওকে দেখে বললো, “স্টানিং, গর্জিয়াস, লাভলি, বিউটিফুল, ভেরী ইমপ্রেসিভ, সেক্সী বেবি, তুমি সবসময়ই হট। ভীষন স্পাইসি লাগছে তোমাকে।
সুদীপ্তার শ্যাম্পু করা চুল বাতাসে উড়ছে। টাইট হাতকাটা গেঞ্জীর সাথে একটা থ্রি-কোয়ার্টার জিনসের প্যান্ট পড়েছে। রাহুলের দিকে তাকিয়ে হেসে বললো, “ডিক্শনারীতে যা যা ওয়ার্ড আছে,সব বলে দিলে? আর কিছু বাকী নেই?”
রাহুল বললো, “দারুন লাগছে কিন্তু তোমাকে সুদীপ্তা। কালকে তুমি শাড়ী পড়েছিলে, আর আজকে পুরো অন্য লুক। শান্তুনুর যে কি হবে তোমাকে দেখলে, তাই ভাবছি।”
রাহুলের একটু কাছে এগিয়ে এল সুদীপ্তা। ওকে বললো, “ছাড়ো তো তোমার বন্ধুর কথা। আমি কি তাকে ইমপ্রেস করার জন্য এই ড্রেস পড়েছি নাকি? এটা শুধু তোমার জন্য। অনলি বিকজ অব ইউ।”
রাহুল সুদীপ্তার ঠোঁটে একটা চুমু খেল। এদিকে ওর ড্রাইভার, সুরজ বেচারা সারারাত গাড়িতেই ঘুমিয়ে কাটিয়েছে। মালিক তার সুন্দরী পি এ কে নিয়ে এখন বাড়ী থেকে বেরিয়ে আসছে, সুরজ মাথায় ড্রাইভারের টুপিটা দিয়ে এবার সোজা হয়ে বসল।
ইতিমধ্যেই রাহুল সুদীপ্তাকে সঙ্গে করে লিফ্টে করে নিচে নেমে এসে গেছে। একটু আগেই সুরজকে ফোন করে বলেছে "আমি নিচে আসছি, তুমি তৈরী থাকো।”
গাড়ীর সামনে এসে ওকে বললো, “শোনো প্রথমে একটু অফিসে যাব। ঘন্টা খানেক থাকব। তারপর ওখান থেকে সোজা এয়ার পোর্ট। আর আজ অফিসে টিফিন লাঞ্চ কিছুই করব না। এখান থেকে সোজা চলো পার্কস্ট্রীট। ওখানে লাঞ্চটা সেরে তারপরে অফিস।”
বি এম ডব্লিউ গাড়ীতে সুদীপ্তা রাহুল আবার পাশাপাশি। মোবাইলটা হাতে নিয়ে সুদীপ্তাকে বললো, “দেখি, শান্তুনু ওদিকে রওনা দিল কিনা?”
গাড়ীর মধ্যে সুদীপ্তা চুপচাপ। শান্তুনুকে নিয়ে সুদীপ্তারও কৌতূহলের শেষ নেই। কিন্তু মুখে কিছুই বুঝতে দিচ্ছে না। আসুক না লোকটা, পাল্লায় কে ভারী পড়বে, তখন বোঝা যাবে। থ্রিকোয়ার্টার জিন্স আর সাথে ম্যাচিং করা গেঞ্জী যদি রাহুল চ্যাটার্জ্জীকে ইমপ্রেস করে থাকে, শান্তুনুরও যে অকস্মাত বিস্ফোরণ ঘটবে না কে বলতে পারে? গেঞ্জীর তলায় দুটি শিহরণ জাগানো বুক, যদি তারও শরীরের কোষে কোষে দামামা বাজিয়ে তোলে, অবাক হওয়ার কিছু নেই।
রাহুল আশা করেনি, শান্তুনু ওর ফোনটা ধরবে না। অপর প্রান্তে মেয়েলি গলা শুনে প্রথমে একটু অবাক হল। তারপর বুঝল, এ মনে হয় শান্তুনুর সিলেক্ট করা সেই নতুন ছবির হিরোইন। একটু আগে ফোন করে শান্তুনু ওর কথাও বলেছে। সি ইজ অলসো কামিং। গাড়ীতে পাশে একটি সুন্দরী ললনা বসে রয়েছে, তাও রাহুল কেমন উসখুস করছে মেয়েটাকে দেখার জন্য। অভাবনীয় ভাবে ফোনেই প্রথম কথা বলার সুযোগটা এসে গেল। মেয়েটা বললো, “কউন হ্যায় আপ? কাহাসে ফোন কিয়া?”
রাহুল বললো, “ক্যায়া শান্তুনু নেই হ্যায় পাসমে? আপ কউন?”
মেয়েটি বললো, “ম্যায় তনুজা।”
রাহুল বললো, “শান্তুনু কো দিজিয়ে ফোন।”
তনুজা বললো, “ও তো নেহী হ্যায়, ঘর গিয়া হ্যায়।”
রাহুল অবাক হলো, “ঘর?”
তনুজা বললো, “হা, কাপড়া লানে গিয়া হ্যায়। সামান গুছাকে অভি আ জায়েগা। আপ কউন?”
রাহুল নিজের পরিচয় দিলো, “ম্যায় রাহুল চ্যাটার্জ্জী, উসকা দোস্ত।”
তনুজা এবার একটু উচ্ছ্বাসের সাথে যেন বললো, “আচ্ছা আচ্ছা। আপহি রাহুল চ্যাটার্জ্জী। নমস্তে। হাম লোগ তো আপকাই উহা যা রহে হ্যায়।”
রাহুলও সঙ্গে সঙ্গে বললো, “নমস্তে। আপলোগ আভি এয়ারপোর্ট যা রহে হ্যায় না?”
তনুজা বললো, “হাঁ হাঁ আভি। তুরন্ত হাম লোগ নিকলেঙ্গে। ও বাস আতি হি হোঙ্গে। মুলাকাত হোগি কলকাতা মে।”
রাহুল বললো, “হাঁ হাঁ জরুর। হাম ভি তো এয়ারপোর্ট যা রহে হ্যায়। আপলোগো কো রিসিভ করনে।”
তনুজা বললো, “জি শুক্রিয়া। ম্যায় শান্তুনু আতে হি উসকো বোল দুঙ্গা। আপকো ফোন করনে কে লিয়ে।”
রাহুল বললো, “জি থ্যাঙ্কস।”
ফোনটা ছাড়ার আগে বললো, “ক্যায়া ফোন নেহী লে গিয়া সাথ মে?”
তনুজা বললো, “হাঁ জলদীবাজী মে ভুল গিয়া। হাম লোগো কো ফ্লাইট ভিতো পকড় না হোগা না? মিস হো জায়েগা তো ফির রাত কো ফ্লাইট হ্যায়। উসকে আগে নেহী।”
রাহুল বললো, “হাঁ উসি ফ্লাইট কো পকড় কর আইয়ে। হাম ইনতেজার কর রহে হ্যায়।”
ফোনটা ছাড়ার পর, রাহুলের বেশ একটু গদগদ ভাব। ওদিকে সুদীপ্তা যে ওকে গগলসের তলা দিয়ে জরীপ করে যাচ্ছে সেটা রাহুল বুঝতে পারছে না।
গাড়ীর মধ্যেই একটা সিগারেট ধরিয়ে রাহুল বললো, “এখনও রওনা দেয় নি। আমার বেশ চিন্তা হচ্ছে। শেষ পর্যন্ত ফ্লাইট টা পাবে তো?”
সুদীপ্তা বললো, “ফোনটা কে ধরেছিল? কোন মেয়ে?”
রাহুল বললো, “হ্যাঁ ও ওই মেয়েটা। কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, তনুজা। শান্তুনু ওকেও সাথে করে নিয়ে আসছে।”
সুদীপ্তা ঠিক বুঝে উঠতে পারছে না। রাহুল এই মূহূর্তে কাকে ফেভার করছে? ওকে না এই তনুজা বলে মেয়েটাকে। ফোনটা করা মাত্রই রাহুলের হাবভাবের মধ্যে একটা অদ্ভূত পরিবর্তন এসে গেল। এখন যদি এই মেয়েটাকেই প্রাওরিটি দিয়ে বসে, তাহলে তো এই স্টানিং লুকিং, সব মাটিতে একেবারে মিশে গেল। খুব বিরক্তি আর সাথে একটু চাতুরী মিশিয়ে রাহুলকে বললো, “আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কি হতে চলেছে? তুমি বলছ, আমাকে হিরোইন বানাবে। আর ওদিকে তোমার বন্ধু আবার কাকে সাথে ধরে নিয়ে আসছে। ব্যাপারটা জগাখিচুড়ি হয়ে যাচ্ছে না? আই অ্যাম কনফিউজিং।”
রাহুল বললো, “ডোন্ট টেক ইট সিরিয়াস লি। আরে বাবা শান্তুনু তো এখনও তোমাকে দেখেনি। আগে আমার পরীকে সে দেখুক। আমি বাজী রেখে বলতে পারি, তনুজা নয়, তখন তুমিই হবে মুখ্য নারী। ইফ সি ইজ বিউটিফুল, আই ডেফিনিটলি ক্যান সে, ইউ আর মোর বিউটিফুল দ্যান হার। সাথে করে নিয়ে আসছে। আমি তো তাকে না বলতে পারি না। তাই না? তাছাড়া ফোনে কথা বলা, আর সামনাসামনি দেখা, দুটোর মধ্যে তফাত আছে না? আমি শিওর মেয়েটা একবার তোমার পাশে দাঁড়ালে আর পাত্তাই পাবে না তোমার কাছে।”
ঠিক যেন রহস্যের একটা মায়াজাল তৈরী হচ্ছে, ভুলভুলিয়াতে ঢুকে কে যে ফাঁক ফোকড় খুঁজে বার করে বেরিয়ে আসতে পারে, তারই মহড়া তৈরী হচ্ছে। সুদীপ্তা মনে মনে বললো, “সবই তো বুঝলাম ডারলিং। শান্তুনুর আমাকে ভাল লেগে গেল। ওদিকে তোমার আবার তনুজাকে ভাল লেগে গেল। কাটাকুটি খেলা তখন যে আর জমবে না ডারলিং। কার জন্য কত ইঞ্চি বরাদ্দ করা রয়েছে সেটা জানার জন্য বিকেল অবধি অপেক্ষা করা ছাড়া গতি নেই।”
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো সুদীপ্তা। মনে মনে বললো, দেখা যাক শেষ পর্যন্ত তাহলে কি হয়। আমিও একবার দেখতে চাই, ওই তনুজা বলে মেয়েটাকে।
স্থান- কলকাতা
সময়- সকাল ১২টা ৩০ মিঃ
স্নান করে দুজনেই সেজেগুজে একেবারে ফিটফাট হয়ে রেডী। সুদীপ্তা চোখে পড়ে নিল রেব্যান সানগ্লাস। রাহুল ওকে দেখে বললো, “স্টানিং, গর্জিয়াস, লাভলি, বিউটিফুল, ভেরী ইমপ্রেসিভ, সেক্সী বেবি, তুমি সবসময়ই হট। ভীষন স্পাইসি লাগছে তোমাকে।
সুদীপ্তার শ্যাম্পু করা চুল বাতাসে উড়ছে। টাইট হাতকাটা গেঞ্জীর সাথে একটা থ্রি-কোয়ার্টার জিনসের প্যান্ট পড়েছে। রাহুলের দিকে তাকিয়ে হেসে বললো, “ডিক্শনারীতে যা যা ওয়ার্ড আছে,সব বলে দিলে? আর কিছু বাকী নেই?”
রাহুল বললো, “দারুন লাগছে কিন্তু তোমাকে সুদীপ্তা। কালকে তুমি শাড়ী পড়েছিলে, আর আজকে পুরো অন্য লুক। শান্তুনুর যে কি হবে তোমাকে দেখলে, তাই ভাবছি।”
রাহুলের একটু কাছে এগিয়ে এল সুদীপ্তা। ওকে বললো, “ছাড়ো তো তোমার বন্ধুর কথা। আমি কি তাকে ইমপ্রেস করার জন্য এই ড্রেস পড়েছি নাকি? এটা শুধু তোমার জন্য। অনলি বিকজ অব ইউ।”
রাহুল সুদীপ্তার ঠোঁটে একটা চুমু খেল। এদিকে ওর ড্রাইভার, সুরজ বেচারা সারারাত গাড়িতেই ঘুমিয়ে কাটিয়েছে। মালিক তার সুন্দরী পি এ কে নিয়ে এখন বাড়ী থেকে বেরিয়ে আসছে, সুরজ মাথায় ড্রাইভারের টুপিটা দিয়ে এবার সোজা হয়ে বসল।
ইতিমধ্যেই রাহুল সুদীপ্তাকে সঙ্গে করে লিফ্টে করে নিচে নেমে এসে গেছে। একটু আগেই সুরজকে ফোন করে বলেছে "আমি নিচে আসছি, তুমি তৈরী থাকো।”
গাড়ীর সামনে এসে ওকে বললো, “শোনো প্রথমে একটু অফিসে যাব। ঘন্টা খানেক থাকব। তারপর ওখান থেকে সোজা এয়ার পোর্ট। আর আজ অফিসে টিফিন লাঞ্চ কিছুই করব না। এখান থেকে সোজা চলো পার্কস্ট্রীট। ওখানে লাঞ্চটা সেরে তারপরে অফিস।”
বি এম ডব্লিউ গাড়ীতে সুদীপ্তা রাহুল আবার পাশাপাশি। মোবাইলটা হাতে নিয়ে সুদীপ্তাকে বললো, “দেখি, শান্তুনু ওদিকে রওনা দিল কিনা?”
গাড়ীর মধ্যে সুদীপ্তা চুপচাপ। শান্তুনুকে নিয়ে সুদীপ্তারও কৌতূহলের শেষ নেই। কিন্তু মুখে কিছুই বুঝতে দিচ্ছে না। আসুক না লোকটা, পাল্লায় কে ভারী পড়বে, তখন বোঝা যাবে। থ্রিকোয়ার্টার জিন্স আর সাথে ম্যাচিং করা গেঞ্জী যদি রাহুল চ্যাটার্জ্জীকে ইমপ্রেস করে থাকে, শান্তুনুরও যে অকস্মাত বিস্ফোরণ ঘটবে না কে বলতে পারে? গেঞ্জীর তলায় দুটি শিহরণ জাগানো বুক, যদি তারও শরীরের কোষে কোষে দামামা বাজিয়ে তোলে, অবাক হওয়ার কিছু নেই।
রাহুল আশা করেনি, শান্তুনু ওর ফোনটা ধরবে না। অপর প্রান্তে মেয়েলি গলা শুনে প্রথমে একটু অবাক হল। তারপর বুঝল, এ মনে হয় শান্তুনুর সিলেক্ট করা সেই নতুন ছবির হিরোইন। একটু আগে ফোন করে শান্তুনু ওর কথাও বলেছে। সি ইজ অলসো কামিং। গাড়ীতে পাশে একটি সুন্দরী ললনা বসে রয়েছে, তাও রাহুল কেমন উসখুস করছে মেয়েটাকে দেখার জন্য। অভাবনীয় ভাবে ফোনেই প্রথম কথা বলার সুযোগটা এসে গেল। মেয়েটা বললো, “কউন হ্যায় আপ? কাহাসে ফোন কিয়া?”
রাহুল বললো, “ক্যায়া শান্তুনু নেই হ্যায় পাসমে? আপ কউন?”
মেয়েটি বললো, “ম্যায় তনুজা।”
রাহুল বললো, “শান্তুনু কো দিজিয়ে ফোন।”
তনুজা বললো, “ও তো নেহী হ্যায়, ঘর গিয়া হ্যায়।”
রাহুল অবাক হলো, “ঘর?”
তনুজা বললো, “হা, কাপড়া লানে গিয়া হ্যায়। সামান গুছাকে অভি আ জায়েগা। আপ কউন?”
রাহুল নিজের পরিচয় দিলো, “ম্যায় রাহুল চ্যাটার্জ্জী, উসকা দোস্ত।”
তনুজা এবার একটু উচ্ছ্বাসের সাথে যেন বললো, “আচ্ছা আচ্ছা। আপহি রাহুল চ্যাটার্জ্জী। নমস্তে। হাম লোগ তো আপকাই উহা যা রহে হ্যায়।”
রাহুলও সঙ্গে সঙ্গে বললো, “নমস্তে। আপলোগ আভি এয়ারপোর্ট যা রহে হ্যায় না?”
তনুজা বললো, “হাঁ হাঁ আভি। তুরন্ত হাম লোগ নিকলেঙ্গে। ও বাস আতি হি হোঙ্গে। মুলাকাত হোগি কলকাতা মে।”
রাহুল বললো, “হাঁ হাঁ জরুর। হাম ভি তো এয়ারপোর্ট যা রহে হ্যায়। আপলোগো কো রিসিভ করনে।”
তনুজা বললো, “জি শুক্রিয়া। ম্যায় শান্তুনু আতে হি উসকো বোল দুঙ্গা। আপকো ফোন করনে কে লিয়ে।”
রাহুল বললো, “জি থ্যাঙ্কস।”
ফোনটা ছাড়ার আগে বললো, “ক্যায়া ফোন নেহী লে গিয়া সাথ মে?”
তনুজা বললো, “হাঁ জলদীবাজী মে ভুল গিয়া। হাম লোগো কো ফ্লাইট ভিতো পকড় না হোগা না? মিস হো জায়েগা তো ফির রাত কো ফ্লাইট হ্যায়। উসকে আগে নেহী।”
রাহুল বললো, “হাঁ উসি ফ্লাইট কো পকড় কর আইয়ে। হাম ইনতেজার কর রহে হ্যায়।”
ফোনটা ছাড়ার পর, রাহুলের বেশ একটু গদগদ ভাব। ওদিকে সুদীপ্তা যে ওকে গগলসের তলা দিয়ে জরীপ করে যাচ্ছে সেটা রাহুল বুঝতে পারছে না।
গাড়ীর মধ্যেই একটা সিগারেট ধরিয়ে রাহুল বললো, “এখনও রওনা দেয় নি। আমার বেশ চিন্তা হচ্ছে। শেষ পর্যন্ত ফ্লাইট টা পাবে তো?”
সুদীপ্তা বললো, “ফোনটা কে ধরেছিল? কোন মেয়ে?”
রাহুল বললো, “হ্যাঁ ও ওই মেয়েটা। কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, তনুজা। শান্তুনু ওকেও সাথে করে নিয়ে আসছে।”
সুদীপ্তা ঠিক বুঝে উঠতে পারছে না। রাহুল এই মূহূর্তে কাকে ফেভার করছে? ওকে না এই তনুজা বলে মেয়েটাকে। ফোনটা করা মাত্রই রাহুলের হাবভাবের মধ্যে একটা অদ্ভূত পরিবর্তন এসে গেল। এখন যদি এই মেয়েটাকেই প্রাওরিটি দিয়ে বসে, তাহলে তো এই স্টানিং লুকিং, সব মাটিতে একেবারে মিশে গেল। খুব বিরক্তি আর সাথে একটু চাতুরী মিশিয়ে রাহুলকে বললো, “আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কি হতে চলেছে? তুমি বলছ, আমাকে হিরোইন বানাবে। আর ওদিকে তোমার বন্ধু আবার কাকে সাথে ধরে নিয়ে আসছে। ব্যাপারটা জগাখিচুড়ি হয়ে যাচ্ছে না? আই অ্যাম কনফিউজিং।”
রাহুল বললো, “ডোন্ট টেক ইট সিরিয়াস লি। আরে বাবা শান্তুনু তো এখনও তোমাকে দেখেনি। আগে আমার পরীকে সে দেখুক। আমি বাজী রেখে বলতে পারি, তনুজা নয়, তখন তুমিই হবে মুখ্য নারী। ইফ সি ইজ বিউটিফুল, আই ডেফিনিটলি ক্যান সে, ইউ আর মোর বিউটিফুল দ্যান হার। সাথে করে নিয়ে আসছে। আমি তো তাকে না বলতে পারি না। তাই না? তাছাড়া ফোনে কথা বলা, আর সামনাসামনি দেখা, দুটোর মধ্যে তফাত আছে না? আমি শিওর মেয়েটা একবার তোমার পাশে দাঁড়ালে আর পাত্তাই পাবে না তোমার কাছে।”
ঠিক যেন রহস্যের একটা মায়াজাল তৈরী হচ্ছে, ভুলভুলিয়াতে ঢুকে কে যে ফাঁক ফোকড় খুঁজে বার করে বেরিয়ে আসতে পারে, তারই মহড়া তৈরী হচ্ছে। সুদীপ্তা মনে মনে বললো, “সবই তো বুঝলাম ডারলিং। শান্তুনুর আমাকে ভাল লেগে গেল। ওদিকে তোমার আবার তনুজাকে ভাল লেগে গেল। কাটাকুটি খেলা তখন যে আর জমবে না ডারলিং। কার জন্য কত ইঞ্চি বরাদ্দ করা রয়েছে সেটা জানার জন্য বিকেল অবধি অপেক্ষা করা ছাড়া গতি নেই।”
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো সুদীপ্তা। মনে মনে বললো, দেখা যাক শেষ পর্যন্ত তাহলে কি হয়। আমিও একবার দেখতে চাই, ওই তনুজা বলে মেয়েটাকে।