23-11-2023, 02:04 PM
(23-11-2023, 11:08 AM)xanaduindia Wrote: দারুন এগোচ্ছে। কিন্তু একটা খটকা। দুপুরে দুজন দোকান একসাথে থাকতেই পারে, কিন্তু রাতে থাকছে কেন? রাতে সাধারনত একজনপুরুষ দোকান পাহারা দেয়।
খুব ভালো প্রশ্ন। দোকানের সাপ্তাহিক বন্ধের দিন সোমবার। দোকান বন্ধ থাকে। এবার শেষ রাতে, দোকানের, মালের চালান আসে; সেইটা নিতে হয়।
বঙ্কিম বাবু থাকতে, গোপা দেবী একাই থাকতেন দোকানে। বঙ্কিম বাবুর বাড়ি পাশেই ছিল। ভোরবেলা চলে আসতেন।
এখন পলাশকে নিয়ে রাতে থাকতে হয়। ভোরবেলা মাল ঢুকিয়ে, দোকানদারি করে বাড়ি আসবেন।
সোমবার রাত্রি নটা থেকে পরের দিন রাত নটা অব্দি থাকে রেখার আয়া। সোমবার দিনে আসে না।
পাহারা দেবার জন্য থাকতে হয না। মার্কেট কমপ্লেক্সের রাতের দারোয়ান আছে; সেই পাহারা দেয়।