20-11-2023, 08:50 PM
পদ্ম নাগের বিষ থেকে ও সাংঘাতিক বিষের খেলা আসছে আর তা হল কামনা। সকল বিষের মত অল্পে তে এ মঙ্গলকারী, সংসার গড়ে তোলে; অতিরিক্ত হলে সংসার তছনছ করে। পিকলু প্রাণ তো ফিরে পাবে, কিন্তু তার জীবন কী আগের মত থাকবে, দেখার অপেক্ষায় থাকলাম। বলতে বাধা নেই, সংসার টা থাকলেই খুশি হব।