19-11-2023, 06:35 AM
(19-11-2023, 02:22 AM)Moan_A_Dev Wrote: সকলকে ধন্যবাদ আপনাদের মূল্যবাদ মন্তব্যের জন্য। সবাইকে মেনশন করে ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। আপনাদের কমেন্ট, লাইক, রেপু আমার জন্য অনেক বড় পাওয়া। জীবনের প্রথম লেখাতে এত সাড়া পাবো আশা করিনি। আমি চির কৃতজ্ঞ।
সামনে অনন্যা, ইমন আর সজীবের জীবনে আর কি দেখতে চান মন্তব্য করুন। আপনাদের নোংড়া কথা শুনতে খুব ভালো লাগে। আমি চেষ্টা করেছি গল্পে ভালোবাসা, রাগ, ভয়, উত্থান পতন সবকিছু ফুটিয়ে তুলতে। বেশি বেশি কমেন্ট করে আমার আগ্রহটা ধরে রাখবেন।
দারুণ হচ্ছে। এভাবেই চালিয়ে যান।
অনন্যা আর সজীবের গভীর প্রেম দেখতে চাই। ইমোশনাল প্রেম। তা ইমন মেনে নিবে। অনন্যা আর সজীবের বিয়ের ব্যবস্থা করুন। ইমন নিজ হাতে সাজিয়ে বউকে বন্ধুর সাথে বিয়ে দিবে। ফুলসজ্জা হবে সজীব আর অনন্যার। এবং তারা তিনজন একসাথে সংসার করবে।