18-11-2023, 09:05 PM
(This post was last modified: 18-11-2023, 11:29 PM by মাগিখোর. Edited 2 times in total. Edited 2 times in total.)
নামটা একটু মডিফাই করে দিলাম।
তিন বছর আগে, বিজয় বাবু, মেয়ে রেখার বিয়ে দেন পলাশের সঙ্গে। একটা কারখানায় চাকরি করতো পলাশ। বিয়ের বছর খানেক পর, বিজয় বাবু মারা যান। সেও আজ দু'বছর হলো।
তখন থেকে পলাশের শাশুড়ী গোপা, বঙ্কিম বাবু নামে এক কর্মচারীকে নিয়ে, দোকান সামলাচ্ছিলো। সমস্যা শুরু হলো অন্য জায়গায়।
বিয়ের আগে থেকেই, রেখা একটু দুর্বল শরীরের। বিয়ের পরে; ক্রমশ ভুগতে ভুগতে; ছ'মাস আগে থেকে একদম শয্যাশায়ী। বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। মড়ার ওপর খাঁড়ার ঘা; মাস তিনেক আগে, পলাশের কারখানাও গেলো বন্ধ হয়ে।
ওদিকে, দোকানের বঙ্কিম বাবু বলছেন, ওনাকে ছুটি দিয়ে দিতে। উনি আর পেরে উঠছেন না। দেশে চলে যাবেন।
বিজয় বাবুর দোকানপাট
তিন বছর আগে, বিজয় বাবু, মেয়ে রেখার বিয়ে দেন পলাশের সঙ্গে। একটা কারখানায় চাকরি করতো পলাশ। বিয়ের বছর খানেক পর, বিজয় বাবু মারা যান। সেও আজ দু'বছর হলো।
তখন থেকে পলাশের শাশুড়ী গোপা, বঙ্কিম বাবু নামে এক কর্মচারীকে নিয়ে, দোকান সামলাচ্ছিলো। সমস্যা শুরু হলো অন্য জায়গায়।
বিয়ের আগে থেকেই, রেখা একটু দুর্বল শরীরের। বিয়ের পরে; ক্রমশ ভুগতে ভুগতে; ছ'মাস আগে থেকে একদম শয্যাশায়ী। বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। মড়ার ওপর খাঁড়ার ঘা; মাস তিনেক আগে, পলাশের কারখানাও গেলো বন্ধ হয়ে।
ওদিকে, দোকানের বঙ্কিম বাবু বলছেন, ওনাকে ছুটি দিয়ে দিতে। উনি আর পেরে উঠছেন না। দেশে চলে যাবেন।
এখানেই শুরু গল্পের।