18-11-2023, 11:57 AM
(18-11-2023, 09:46 AM)rijuguha Wrote: এই দেখ, এই থ্রেডটা এখনও চলছে। বুঝতেই পারিনি রতনের গল্পের সমাপ্তির পরও আরেকটা গল্প চালু হবে। সেক্ষেত্রে লেখকুকে অনুরোধ করব, গল্পের শিরোনামে সেটা লিখে দিতে - যে এই থ্রেডটা গল্প নয়, গল্পগুচ্ছ
প্রথম পেজটা মনে হয় চোখ এড়িয়ে গেছে। বউদি সিরিজ বলেছি।
ওখানে গেলে দেখতে পাবেন কোন তারিখে কোন গল্পটা আসছে। শুক্রবার দিনের দিন শেষ করার ইচ্ছে ছিল, কালকের গল্পটা শেষ করিনি রেসপন্স না পেয়ে। না হলে গতকাল রাতেই শেষ করে দিতাম।
ফার্স্ট পেজে গিয়ে কোন বৌদির নামে ক্লিক করলে ল্যান্ডিং পেজ পাবেন।
এবার ল্যান্ডিং পেজে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারের লিংক পাবেন।
একটা কাজ করব সিরিজটা শেষ হলে লিখে দেবো (শেষ), তার সঙ্গে, পরের গল্পের ডেটটাও দিয়ে দেব। তাহলে মনে হয়, সুবিধা হবে।