16-11-2023, 01:09 PM
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
টিজার
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
আমাদের বউগুলোর সঙ্গে আলাপ হয়ে গেছে রিয়াদির। দুপুরবেলা ওরাও আড্ডা দেয় রিয়াদির দোতলায়। এর মধ্যে আমাদের আড্ডায় রিয়াদি একটা প্রপোজাল দিল। এমন লোভনীয় প্রপোজাল, শোনা মাত্রই সবাই হৈ হৈ করে হ্যাঁ বলে দিল।
রিয়াদির বক্তব্য; আমাদের বৌভাতে রিয়াদিরা থাকতে পারেনি। আমাদের বৌ-রা কোন গিফট পায়নি ওদের থেকে। তাই প্রত্যেক শনিবার ওরা আমাদের একটা করে ফ্যামিলিকে ইনভাইট করবে। শনিবার বিকাল থেকে শুরু করে রবিবার সারারাত কাটিয়ে সোমবার সকালে বাড়ি চলে যাবে। টু-নাইট ওয়ান-ডে আউটিং। কিন্তু এটা রক্তিম কাকুর বাড়িতেই হবে। তাতে আমাদের কাউকে ছুটিছাটা নিতে হবে না।
আর কারোর যদি শনি রবি ছুটি থাকে; তাহলে এটা শুক্রবার রাত থেকে সোমবার সকাল অব্দি হবে। থ্রি-নাইট টু-ডে আউটিং। প্রত্যেক সপ্তাহেই হবে। কে কবে চান্স পাবে জিজ্ঞেস করায় রিয়াদি বলল, "যার আগে বিয়ে হয়েছে সে আগে চান্স পাবে।" আমাদের মধ্যে প্রথম বিয়ে হয়েছে বিশ্বরূপের। তাহলে প্রথম চান্স বিশ্বরূপ আর রুপসার। বিশ্বরূপের শনি রবি দুদিন ছুটি। প্রথম প্রোগ্রামটাই তিন রাতের।
(?) আনেবালা আয়গা (?)