15-11-2023, 07:40 PM
আগের পর্বেই বলেছিলাম সেটি অন্যতম সেরা পর্ব। আপনি ভুল প্রমান করে দিলেন। এটা বোধহয় সেটি বলার যোগ্য। কি সাংঘাতিক বিল্ডআপ! শেষ পর্যন্ত প্রকৃতির বুকেই যেতে হল এক নারীকে নিজের প্রাণের ধনকে ফিরিয়ে আনতে। হয়তো তার মানিক ফিরে পাবে নতুন এক জীবন কিন্তু পিকলুর মাও হয়তো জীবনে প্রথমবার জঙ্গলের আদিম রূপের সাক্ষী হবে। যে সর্পের জন্য আজ তার এই অবস্থা, সেই সর্পরাজই নিজের বিষ ঢালার জন্য অপেক্ষারত। একগাদা বাচ্চা কেউটে ওই বিশাল কামনল দিয়ে পিকলুর মায়ের মধ্যে পুড়ে দেবে একদিন সেই বিশাল দেহী জংলী মানবটি। পিকলু জননীও পিকলুর চিন্তা সে মুহূর্তে ভুলে আদিম বড়োদের যুদ্ধের যোদ্ধা হয়ে উঠবে। যা অন্য মেয়েমানুষ পারলোনা, সেটা এই শহুরে শিক্ষিত আধুনিকা করে দেখাবে।