14-11-2023, 08:22 PM
গল্প এবার মূল পর্বে প্রবেশ করতে চলেছে। কি সুন্দর করে সাজিয়েছেন কাহিনীটা। লেখনশৈলী ও ভাষণশৈলী এক কথায় অসাধারণ। যথপোযুক্ত নাম দিয়েছেন গল্পটার। পদ্মটা মরে গেছে, সেই পদ্মের বিষ থেকে পিকলুটা বাঁচলেও, বাঁচবে না একজন। বাঁচবে না তার নীল দংশন থেকে,পদ্মের মৃত্যুর প্রতিশোধ সে নেবেই, তার নিজের মধ্যে থাকা বিষের দ্বারা।