14-11-2023, 03:09 PM
(14-11-2023, 01:32 PM)masochist Wrote: প্রথম পেজের পর আর পরতে পারলাম না, আসলে যখন বড় হচ্ছিলাম এমন একজন জীবন সাথী মনে মনে চাইতাম, যে খুব সুন্দর ভাবে ডাকবে, রান্না করবে, এক সাথে জীবন উপভোগ করবো দুজনে।
কিন্তু আমরা যা চাই তা হয় না কখনো। কোন রকমে বেচে আছি, পরিবারের সবাইকে ভালো রেখেছি, সবাইকে ভালো রাখতে গিয়ে নিজে ভালো থাকা হয়ে উঠে নি।
বেশিরভাগ মহিলাই এই ভুলটা করেন। দিন রাতে 24 ঘন্টা 1440 মিনিট। এর মধ্যে কম করে দশটা মিনিট নিজের জন্য ধরে রাখুন।
হাসুন কাঁদুন, লিখুন নিজের মতো করে যা খুশি করুন, তবু দশটা মিনিট নিজের রাখুন। কিছু না পারলে নিশ্চল হয়ে চুপ করে এক জায়গায় বসে থাকুন।
যখন সবাই ছেড়ে যাবে তখন এই দশটা মিনিটই আপনাকে বাঁচিয়ে রাখবে, ক্রমশু সময়টাকে নিজের মতো করে বড় করে নিয়ে। নিজেকে ছড়িয়ে দিন, কিন্তু একটা অংশ নিজের জন্যও রাখুন।
দিনের শেষে আপনি একা।