12-11-2023, 09:00 PM
একটা যাচ্ছেতাই টাইপের থিম !
লেখকের লেখার হাত বেশ ভালো। শুরুতে কিছুটা এলোমেলো ভাব থাকলেও গল্প যতো এগিয়েছে লেখার হাতও ততোটা পেকেছে বলে মনে হয়। তবে থিমটা ভালো ছিলো না বলে আমার কাছে ভালো লাগেনি। আমার ভালো না লাগলেও কারো কারো কাছে হয়তো গল্পটি কিংবা গল্পের প্লট ভালো লাগতেই পারে। আর যেহেতু লেখায় তেমন কোনো ফাঁক ছিলো না শুধু গাঁজাখুরি কাহিনী ছাড়া তাই তাদের কাছে গল্পটি ভালো লাগবে যারা সেক্সের সাথে হিউমিলিটি পছন্দ করে।
যাইহউক, গল্পের ব্যাপারে আর তেমন কোনো মন্তব্য করতে চাই না। শুধু লেখকের কাছে অনুরোধ তিনি যেনো ভবিষ্যতে ভালো একটা প্লট বেছে নিয়ে আরেকটা গল্প লিখেন। ওনার লেখার হাত যেহেতু ভালো শুধু প্লট পাল্টে নিলেই ওনার হাত দিয়ে বেশ ভালো একটা গল্প বেরিয়ে আসবে...
প্রয়াসের জন্য লেখককে ধন্যবাদ !
লেখকের লেখার হাত বেশ ভালো। শুরুতে কিছুটা এলোমেলো ভাব থাকলেও গল্প যতো এগিয়েছে লেখার হাতও ততোটা পেকেছে বলে মনে হয়। তবে থিমটা ভালো ছিলো না বলে আমার কাছে ভালো লাগেনি। আমার ভালো না লাগলেও কারো কারো কাছে হয়তো গল্পটি কিংবা গল্পের প্লট ভালো লাগতেই পারে। আর যেহেতু লেখায় তেমন কোনো ফাঁক ছিলো না শুধু গাঁজাখুরি কাহিনী ছাড়া তাই তাদের কাছে গল্পটি ভালো লাগবে যারা সেক্সের সাথে হিউমিলিটি পছন্দ করে।
যাইহউক, গল্পের ব্যাপারে আর তেমন কোনো মন্তব্য করতে চাই না। শুধু লেখকের কাছে অনুরোধ তিনি যেনো ভবিষ্যতে ভালো একটা প্লট বেছে নিয়ে আরেকটা গল্প লিখেন। ওনার লেখার হাত যেহেতু ভালো শুধু প্লট পাল্টে নিলেই ওনার হাত দিয়ে বেশ ভালো একটা গল্প বেরিয়ে আসবে...
প্রয়াসের জন্য লেখককে ধন্যবাদ !