11-11-2023, 11:44 PM
হ্যা জানি আগামী দিনে এর চেয়েও হয়তো দুর্দান্ত পর্ব আসবে কিন্তু আমার কাছে এই পর্বটা অন্যতম সেরা পর্ব এই গল্পের। ডিটেলে আলোচনার পাশাপাশি এক অশিক্ষিত কিন্তু এক মানুষের একাকিত্ব ও একমাত্র চাহিদারও হারিয়ে যাওয়া মেনেও নিতে না পারার কষ্ট। অন্যদিকে সেই মহান নাগের অন মাই ওন টার্ম মন্ত্র মেনে শিকারের আনন্দ সব মিলে জবরদস্ত।
একদিকে এক জন মুক্ত জীবনের একাকিত্ব থেকে মুক্তি পেতে খুঁড়ে বেড়াচ্ছে সঙ্গী, অন্য দিকে এক প্রাণী বন্দি জীবন থেকে মুক্ত হয়ে হয়ে উঠছে কারোর কাছে বিপদের কারণ। উফফফফ কি পর্ব!
একদিকে এক জন মুক্ত জীবনের একাকিত্ব থেকে মুক্তি পেতে খুঁড়ে বেড়াচ্ছে সঙ্গী, অন্য দিকে এক প্রাণী বন্দি জীবন থেকে মুক্ত হয়ে হয়ে উঠছে কারোর কাছে বিপদের কারণ। উফফফফ কি পর্ব!