10-11-2023, 07:05 PM
(14-08-2020, 03:19 AM)rambo786 Wrote: রিতার পেট এ বাচ্চা আসার পর রিতা কলকাতায় ফিৱে আসে , মুম্বাই তে তার সেবা সুশ্রষা কে করবে। এদিকে কুমার শানুর মুম্বাই তে চেনা পরিচিতি বেড়েছে আর আয় ও বেড়েছে। রিতা কলকাতায় চলে আসার পর মুম্বাইয়ের সব জায়গা ভালো করে ঘোড়ার সুযোগ হয়। মায়ানগরী মুম্বাই এর লাস্যময়ী নারী দেড় সৌন্দর্য শানু র চোখ ধাঁধিয়ে যায়। শানু যে বারে গান গাইতোসেই বার এ কিছু বেশ্যার দালাল ও মদ পান করতে আসতো।ওই বেশ্যা দালাল গুলোর কুমার শানুর গান খুব ভালো লাগতো।তাদের মতে শানু যদি লেগে থাকে তাহলে সেও কিশোর কুমারের মতো নাম করবে। .কুমার শানু একটু দিল দরিয়া টাইপের লোক ছিলো ,তাই বেশ্যার দালাল গুলোর সঙ্গে সঙ্গে কুমার শানুর বেশ খাতির হয়ে গেলো , তাছাড়া নিজে একটু কামুক প্রকতির ছিল বলে ,এই সব মাগীদের ব্যাপারেও একটু আগ্রহী ছিল। কুমার শানু জানতে পারলো তারা বার ডান্সার , কলেজ গার্লস , এয়ার হোস্টেস কিংবা উঠতি মডেল দের ই ,তাদের ক্লায়েন্ট দের কাছে পাঠায়, তবে বাইরে থেকে কোনো রহিস ক্লায়েন্ট এলে কিছু ছোট খাটো টিভি actress কে পাঠায়।