10-11-2023, 05:53 PM
(10-11-2023, 05:02 PM)মাগিখোর Wrote:লাভ নেই। আপনার রেপু শেষ হয়ে যাবে। কিন্তু, আমার একটাই কাউন্ট হবে।
ঠিক আছে, না চাইলে দেবো কেন? একটা পোস্টে একাধিক রেপু দিলে যে একটাই কাউন্ট হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বহুদিন ধরে রয়েছি তো এই ফোরামে! আর বহুদিন ধরে বহু লেখকের গল্পে মন্তব্য করে চলেছি। প্রায় ১২০০ এর কাছাকাছি মন্তব্য হয়ে গেল আমার। তাই এই ব্যাপারগুলো সবই আমি জানি। আপনি তো লিখেছেন ঘন্টায় ঘন্টায় update দেবেন, সেই ঘন্টায় ঘন্টায় দেওয়া আপনার বাকি আপডেটগুলোতে রেপুটেশন দেওয়ার কথা বলছিলাম আর কি - ভালো থাকবেন।