10-11-2023, 02:02 PM
(10-11-2023, 01:53 PM)gluteous Wrote: গতকাল পড়তে পারিনি। পড়ে মন ভরে গেল আজ। আমার গল্পটাও এই থ্রেডে বলছি। আজ হাতে বিশেষ সময় নেই যদিও। একটিই প্রশ্নঃ ভাইকে কখনো জিজ্ঞেস করেননি কিছু? মাকে অনুযোগ করেননি - ভাই কেন পেল, আপনি কেন না? আমি হলে করতাম। ভাইয়ের সঙ্গে কি মার এখনও সম্পর্ক আছে? জানেন?
আসলে আমরা যতদিন সাবালক হয়নি মা হয়তো মনে মনে দিতে তৈরি ছিলেন। কিন্তু আমি চেয়ে উঠতে পারিনি। ভাই হয়তো পেরেছিলো। ও যেকোনো জিনিস এত মিষ্টি করে কোনো কিছু বায়না করতো যে না করা যেত না। সেখানে মা কি করে ওকে বারণ করবে। আর তাছাড়া আমি তো যখন সুযোগ ছিল তখন আবদার করিনি। তাও সময়ের পরে একবার তো সুযোগ দিয়েছেন।
ভাইকে কিছু জিগেশ করিনি। কিছু জিনিস না জানাই ভালো। না পাওয়ার মধ্যেও একটা মজা থাকে। ঈর্ষা র সাথে যখন বীর্যপাত হতো তার একটা আলাদা মজা ছিল - ফুচকার মধ্যে তেতুল জলের মতো।