10-11-2023, 09:53 AM
(09-11-2023, 07:32 AM)Henry Wrote: কোনো একজন আমার থ্রেডে এসে অন্য গল্প বা উপন্যাস থেকে এই গল্প কপি করা বলে দাবী করছে। যদিও ওর কাজ শুধু অন্যের লেখার ব্যাঘাত ঘটানো। তবুও বারবার মিথ্যে অভিযোগ এনে লেখার মনোসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। যার আমার গল্প পড়তে ভালো লাগে না, যে আমার গল্প নাকি অন্য গল্পের কপি বলে মনে করে সে তবুও আমার থ্রেডে এসে ভুল মন্তব্য করে যাচ্ছে বারবার, তার উদ্দেশ্য আসলে সৎ নয়। এমন লোকেরা বারবার লেখায় ব্যাঘাত ঘটাবে।
তাই এরপরে আর লেখা সম্ভব নয়, যতক্ষন না আমার থ্রেড থেকে ওকে বিরত করা যায়। এই উপন্যাস কোথা থেকেও কপি নয়। এ আমার কলমে সৃষ্টি। বারবার বলেছি যার ভালো লাগবে না, সে পড়বে না। এখানে কেউ পয়সা নিয়ে লেখে না। তাই কারো দায়বদ্ধতা নেই। এই লোকটি সবসময় যা নয় তাই রিপ্লাই করে যাবে মেনে নেওয়া যায় না। আপাতত থেমে থাকবে কলম, যদি মডারেটর একে আমার থ্রেড থেকে ব্যান করেন, তবে আমি আবার ধারাবাহিক লিখে যেতে পারি। অন্যথায় ওই ব্যক্তিকে প্রমাণ দিতে হবে এটি অন্য কোন গল্পের কপি বলে। বিরক্তি উৎপাদন হয় এমন রিপ্লাইতে। আপাতত লিখছি না। আপডেট দিচ্ছি না।
Dada ekjoner jonne sobai keno sasty pabe?amra Jara apnar golper pathok amra Jani Henry ki tar lekha ki .epanr sob lekhai amra porechi . please likhun