09-11-2023, 02:09 PM
(09-11-2023, 12:36 PM)gluteous Wrote: দাদা, কথা কখনও শেষ হয়না। আজকের বারণ, কালকের অনুমতিই শুধু নয়, উৎসাহ। যদি সময় থাকে এখনও আবার শুরু করতে পারেন। মা স্নেহময়ী আপনার আবদার ঠেলতে পারবেন না। যতই কঠোরতা দেখান না কেন। কঠিন পাথরও বহু বছরের জলের ফোঁটার আঘাতে ক্ষয়ে যায়। আমি নিজের জীবনে দেখেছি। মা বারণ করেছেন। রুষ্ট হয়েছেন। তারপর ভালবাসায় গলে গিয়ে সম্মত হয়েছেন। যেমন আপনার উপর রেগে গিয়ে মারলেন। তারপর আপনার মনস্কামনা পূর্ণ করলেন। এ চিরকালে সত্য। আবার চেষ্টা করলেও একই ফল আসবে এই আমার ধারণা।
আর সম্ভব নয় দাদা, কারণটা পরের অংশেই জানতে পারবেন