09-11-2023, 08:50 AM
কাজের চাপে অনেকদিন লেখালিখি হয়না। উপন্যাস লেখার তো সময়ই পাই না। তবে মনে হোল একটা ছোট গল্প লিখলে মন্দ হয়না। চোরাবালি আসছে আজ রাতের মধ্যেই। "ছুঁয়ে থাক মন" সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছিল। আশা করি এই গল্পটাও সবার ভালো লাগবে।