08-11-2023, 08:32 PM
(08-11-2023, 07:26 PM)ray.rowdy Wrote:আপনার এই দাক্ষিণ্যে আপ্লুত, সন্মানিত.
প্রসঙ্গান্তরে. আচ্ছা, আপনি কি কিছুটা serious লেখা নিয়ে ভাবছেন বা ভেবে দেখেছেন ? আরো স্পষ্টভাবে বলতে গেলে, গল্পের tone টা এখন আপনি যে রকম লিখছেন তার থেকে কিছুটা serious হবে - এটা আমি বোঝাতে চাইছি.
না। এই মুহূর্তে ভাবছি না। এই মুহূর্তে সিরিয়াস কিছু লেখার ইচ্ছে নেই। আরো দুটো তিনটে গল্প পাইপ লাইনে আছে, আগে সেগুলো নামিয়ে নি। মোটামুটি, আপনাদের কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়ুক। তারপর, সিরিয়াস লেখা নিয়ে ভাবা যাবে। এই মুহূর্তে সিরিয়াস কিছু লিখতে; গেলে পাঠক পালিয়ে যাবার ভয় থাকবে।
যাইহোক আপনার কথা আমার মনে থাকবে। ভবিষ্যতে নিশ্চয়ই চেষ্টা করব।