07-11-2023, 01:48 PM
(07-11-2023, 01:15 PM)Ari rox Wrote: আহ,দাদা।।। এমন এক জাগায় এসে শেষ করে দিলেন। পরের আপডেট এর আশায় রইলাম
- আহ! আহ! আঃ!
- কি হলো? লাগলো নাকি ?
- নাঃ! তুমি করো (লেখো)!
সময় মতো, ছাড়তে জানতে হয়।
খিদে পেলে, তবেই খাবারের সম্মান।
পাঠকের খিদে পাক। অধৈর্য্য হয়ে, পাকশালার চারিদিকে ঘোরাঘুরি করুক। তবে না রন্ধনকারীর আনন্দ। খিদের মুখে যা ধরে দেবে সেটাই মজা করে খাবে।
অপেক্ষা করুন। কড়ায় চাপানো আছে। সময়মতো নামিয়ে বেড়ে দেবো।