06-11-2023, 02:43 AM
হেনরি দা, এই ফোরামে লেখক বলতে আপনি, আর কয়েক জন আছে, তারাও নিয়মিত লেখে না, সব ইনচেস্ট না হলে বস্তাপঁচা অবাস্তব লিখা, এখন আপনি গল্পের রেস্পন্স কম বলে যদি লিখা থামিয়ে দেন তাহলে এই ফোরামে আসার মত আর কোন কিছু থাকবে না, দয়া করে চালিয়ে যাবেন, আমাদের মত পাঠকের কথা চিন্তা করে, যখন সময় হবে, মন-মানসিকতা ভালো থাকবে তখন লিখবেন, আপডেট দিবেন, দেরি হলেও ক্ষতি নেই, তবুও হারিয়ে যাবেন না, ভালোবাসা নিবেন