05-11-2023, 08:02 PM
(05-11-2023, 07:36 PM)Kallol Wrote: ক্রমবর্ধমান ঘটনাগুলো সুন্দর করে তুলে ধরেছেন। পল্টু ও আপনার দিকের বিষয় গুলো বেশ কিছু টা পরিস্কার হচ্ছে, কিন্তু বাবান ও তার মায়ের সম্মন্ধে তেমন কিছুই তো জানা হলো না। এবার ওদের দিক টা ও একটু তুলে ধরুন।
ধন্যবাদ দাদা, পল্টুর ব্যাপারটা নিজে চোখে দেখেছি বলে বলতে পারছি। বাবান কোনোদিন ওদের বাড়িতে রাতে থাকতে বলত না। তাই ওর মুখেই শুধু শুনতাম। সেটা পল্টু যা করে তার সাথে আলাদা কিছু না। তাই দুবার করে লিখি নি। নিজেই চোখে না দেখলে লেখা ভালো হয় না
দাদা।