05-11-2023, 11:13 AM
(04-11-2023, 11:24 AM)Henry Wrote: কিছুদিন ভিন রাজ্যে বেড়াতে গিয়েছিলাম। তাই আপডেট করতে পারছিলাম না। ফিরে এসে আপডেট দিতে গিয়ে দেখলাম, রিপ্লাই ভীষন কম। মোটের ওপর জনা কয়েক ছাড়া গল্পের প্রতি খুব একটা পাঠকের আগ্রহ নেই। তাই দু' একটা কিস্তি দিয়ে বোঝার চেস্টা করব পাঠকদের মনোভাব। অনাগ্রহী হলে থ্রেড বন্ধ করে দেব।
এরকম বলবেননা । আপনার গল্পের নেশায় পড়ে যাই সবাই। তেমন মঙ্গলসূত্র গল্প টার জন্য আজ ও অপেক্ষায় আছি