05-11-2023, 04:12 AM
প্রিয় পাঠকবৃন্দ, ছায়া উপন্যাসের কাহিনী নিয়ে পাঠকবৃন্দের মাঝে নানা রকম প্রশ্নের কোতুহল জন্মেছে। উপন্যাস শেষ হওয়া অবধি এই কোতুহল থাকবে। মানুষের ছোট্টো এই জীবনে নানা রকম বিচিত্র ঘটনা ঘটে যায়। এই ছোট সময়ের জীবনে প্রতি টা মানুষের জীবনে নাটক বা মুভির মতো অনেক গুলো ছোট বড় চরিত্র নিয়ে তার জীবন গঠিত হয়। আর এই চরিত্র গুলোর সাথে নানা রকম ঘটনা আর স্মৃতি থাকে সবার জীবনের। ছায়া উপন্যাসেও অসংখ্য ছোট বড় চরিত্র নিয়ে ছায়ার জীবন গঠিত। এই সমস্ত চরিত্রের কি ঘটনা রয়েছে তা জানতে হলে অবশ্যই উপন্যাস শেষ হওয়া অবধি অপেক্ষা করা লাগবে।