04-11-2023, 02:47 PM
(04-11-2023, 02:08 PM)dudhlover Wrote: আসলে হেনরি দা, অনেক পাঠকই শুধু গল্প পড়ে যায়, কিন্তু মন্তব্য করে না। এজন্য হয়তো মন্তব্য কম। কিন্তু আপনার গল্প পছন্দ করে না, এরকম পাঠক জোসিপে আছে বলে মনে হয় না।
তাই, পাঠকের মন্তব্য/ভিউ নিয়ে একদমই চিন্তিত হবেন না। আপনি নিজের জন্য ও আমাদের জন্য লিখে যান। আপনার জেনুইন পাঠকদের ভালোবাসা আপনি পাবেনই। তবে একটা গল্পের শুরুতে আপডেটটা আরেকটু দ্রুত ও বেশি করে দিলে পাঠকের এনগেজমেন্টোটা বেশি থাকে।
এবার গল্পের ব্যাপারে বলি, আগেই বলেছি, এটা হতে যাচ্ছে আপনার আরেক মাস্টারপিস। এতো সুন্দর করে গল্পের গাঁথুনি গড়তে খুব কম লেখকই পারেন। আজকের পর্ব দুটা পড়ার সময় মনে হচ্ছিল কোনো থ্রিলার পড়ছি। সাপের ব্যাপারে আমারও প্রবল আগ্রহ, সাপ নিয়ে আপনার এতো জানাশোনা দেখে ভালো লাগলো।
গল্প এখন মূল জায়গায় চলে এসেছে প্রায়। সামনের পর্বগুলা উত্তেজনাপূর্ণ হবে, বুঝাই যাচ্ছে। আপনার হাতে সেটা কেমন পূর্ণতা পাবে সেটাই দেখার অপেক্ষায় রইলাম। ভালোবাসা নিরন্তর।