04-11-2023, 06:44 AM
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
ঠিক দুক্কুরবেলা, ভুতে মারে ঢ্যালা
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
আমি সুরেশ, সুরেশ ব্যানার্জি, সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে, চাকরি খুঁজছি। কটা টিউশনি করি; হাত খরচ মেটাতে। হাজার দুয়েক হয়। তার থেকে বৌদিকে সংসারের জন্য হাজার টাকা দিই। ওহ! বলা হয়নি, বাড়িতে আমার দাদা নরেশ, বৌদি রমা আর আমার বিধবা মা দুর্গা ব্যানার্জি থাকেন। এই চার জন আর আমার পুচকি ভাইঝি উমা, তিন বছর বয়েস হলো।
আমাদের বাবা মারা গেছেন এই বছর দুয়েক। উমার তখন এক বছর বয়েস। আমি ২২ বছরের হাট্টা-কাট্টা ছেলে। মাথায় ৫'১০" হবে। ফর্সা। বাবার মতো দেখতে। দাদার চেহারার সঙ্গে আমার বা বাবার কোন মিল নেই। দাদা রোগা, পাতলা, প্রায়ই সর্দি কাশিতে ভোগে। হাইট এই মেরে কেটে ৫'৪" হবে। মায়ের চেয়ে সামান্য লম্বা। মা বলে দাদা নাকি মামা বাড়ির ধাত পেয়েছে। ঠিকই, আমার মামা বাড়ির সবাই নাটা মতন।
দাদার সঙ্গে আমার বয়েসের অনেক তফাৎ। দাদা প্রায় পনেরো বছরের বড় আমার থেকে। এখন সাঁইত্রিশ হবে। আমাদের বাড়ি ত্রিবেণী। ব্যান্ডেল কাটোয়া লাইনে।
আমার দাদা; কলকাতায় বড়বাজারে, এক মাড়োয়াড়ির দোকানে খাতা লেখে। কলকাতা থেকে ত্রিবেণী; রোজ যাতায়াত করতে অসুবিধে হয় বলে; দাদা, মালিকের গোডাউনে থাকে রাতে। শনি রবিবার বাড়ি আসে। ঐ দু'দিন গোডাউন পাহারা দেবার অন্য লোক থাকে। রান্না খাওয়া ঐ গোডাউনে এক খোট্টা দারোয়ান থাকে; তার সঙ্গে হয়ে যায়। এর জন্য দাদা, মালিকের কাছ থেকে কিছু বাড়তি অর্থ পায়। সাধারনত দাদা শনিবার অফিস করে, বাড়ি চলে আসে। আর সোমবার, ভোরবেলা বেরিয়ে যায়।
আমার বৌদি রমা, আমার থেকে বয়েসে অন্তত আট বছরের বড়। বৌদির আর দাদার একটাই বাচ্ছা উমা, বয়স তিন। বিয়ে হওয়ার অনেক দিন পরে, বৌদির মেয়ে হয়। বৌদি আমার দেখতে ঘরোয়া, মুখটা খুব সাধারন। রঙটা ফর্সা, তবে মেয়ে হবার পরে মোটা হয়ে গেছে, তাই একটু বেঢপ লাগে। দাদার সাথে বৌদির বয়েসের ফারাক সাত বছরের। বৌদির কম বয়েসে বিয়ে হয়েছিল, আমি তখন খুবই ছোট।
দাদা তখন, বৌদিকে নিয়ে, চন্দননগরে বাড়ি ভাড়া করে থাকতো। বাচ্ছাটা হবার পর দাদা চাকরি পাল্টায় আর বৌদি ব্যান্ডেলে আমাদের বসত বাড়িতে এসে থাকতে শুরু করে। বারো বছর সংসার করে; বৌদির মুখে, একটু বয়েসের ছাপ এসে গেছে। চলাফেরা, কথাবার্তায় গিন্নিবান্নি টাইপের, তবে বৌদির বয়েস কিন্তু, বেশী নয় মাত্র ত্রিশ। আজকাল তো অনেক মেয়ে; পড়াশুনো শেষ করে, চাকরি বাকরি করে ওই বয়েসেই বিয়ে করে।
বাড়িতে বৌদি ছাড়া, আমার মা থাকেন। বাবা মারা গেছেন দু'বছর। আমাদের দোতলা বাড়ি। নীচে রান্নাঘর আর ঠাকুর ঘর। আর একটা ঘরে মা আর বাবা থাকতেন। আর ওপরের তিনটে ঘরের মধ্যে, একটায় আমি আর দুটো ঘর নিয়ে দাদা বৌদি থাকে। পায়ে বাতের ব্যাথার জন্য, মা দোতলায় উঠতে পারে না। যাই হোক আসল ব্যাপারটা হলো,
মাস চারেক আগে আমার আর বৌদির মধ্যে হঠাৎ করে,
'শারীরিক সম্পর্ক' হয়ে যায়।
এই ঘটনাটা ঘটার আগে; আমাদের মধ্যের সম্পর্ক, সাধারন দ্যাওর-বৌদিই ছিল। ভাইফোঁটায় নিজের ভাইয়ের সাথে, আমাকেও ফোঁটা দিত বৌদি। আর বৌদির মুখে একটু বয়স্ক ভাব এসে যাওয়ায়, বড় হবার পরও, আমি বৌদিকে গুরুজনের মতই মান্য করতাম। বৌদির সাথে কোন খারাপ ঠাট্টা ইয়ার্কিও কোনদিন করিনি। আমার অনেক বন্ধুরাই বৌদিদের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করে।
কত বার; আমার সামনেই, বৌদিকে কাপড় ছাড়তে দেখেছি। কিন্তু, কখনো কোন খারাপ চিন্তা মনে আসেনি। শুধু তাই নয় বাচ্চা হওয়ার পর, অনেক বার উমাকে দুধ খাওয়ানোর সময়; অসাবধানতাবসত, বুকের কাপড় সরে গেলে; বৌদির খোলা বুক, আমার নজরে এসেছে। আমি নিজেই মুখ ঘুরিয়ে নিয়েছি। বৌদিও; আমাকে মুখ ঘুরিয়ে নিতে দেখে, বুঝতে পেরে খুব সাধারন ভাবেই বুকে আঁচল টেনেছে।
কিন্তু চার মাস আগের সেই দুপুরটা; কেমন যেন সব ওলট-পালট করে দিল। হঠাৎ, আমার আর বৌদির মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেল কি ভাবে; এখনো ঠিক বুঝতে পারি না। সেদিন ছিল মঙ্গল বার, সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। দাদাতো কলকাতায়, আমি সেদিন কলেজ যাইনি। দুপুরে খাওয়া দাওয়ার পর, বৌদির ঘরে টিভিতে সিনেমা দেখছিলাম। বৌদি, বাসন টাসন মেজে, রান্না ঘর ধুয়ে; তিনটে নাগাদ ঘরে এলো। আমি বিছানায় বসে টিভি দেখছি আর উমা পাশে ঘুমোচ্ছে। বৌদি আমার পাশে কাত হয়ে এলিয়ে বসে, টিভি দেখা শুরু করলো।
তখন ঘন ঘন বিদ্যুৎ চমকিয়ে বাজ পড়া শুরু হলো। টিভি বন্ধ করতে না করতেই; কারেন্ট চলে গেল। একতলা থেকে, মা বৌদিকে ডাকলো বাথরুমে যাবে বলে। লোডশেডিংয়ে অন্ধকার, যেতে পারছে না। এমন মেঘ করেছে যে মনে হচ্ছে যেন নিশুতি রাত। বৌদি নিচে গেল মায়ের কাছে। আর আমি কারেন্ট আসার অপেক্ষা করতে করতে, বৌদির বিছানায় ঘুমিয়ে পড়ি।
বাজ পড়াটা কমে গিয়ে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। কতক্ষন ঘুমিয়ছি জানি না। হঠাৎ, ভীষণ জোরে বাজ পড়ে একটা। ঘুম ভেঙ্গে যায়, চোখ মেলে দেখি অন্ধকার; কারেন্ট তখনো আসেনি। আমি কাত হয়ে শুয়ে ছিলাম। চোখে অন্ধকার একটু সয়ে আসতেই দেখি আমার মুখের কাছে বৌদির মুখ। বৌদি নিচ থেকে ফিরে এসে, আমার পাশেই ঘুমিয়ে পড়েছে।
বউদি পাশ ফিরে আমার দিকে মুখ করে শুয়ে আর আমার মুখ বৌদির দিকে। আবার প্রচণ্ড শব্দ করে, বাজ পড়লো, বিদ্যুতের ঝলকে, অন্ধকার ঘর আলোকিত হয়ে ওঠে, দেখি বৌদি চোখ খুলে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে। মানে বাজের শব্দে বৌদিরও ঘুম ভেঙ্গে গেছে।
বৌদির ঠোঁট থেকে আমার ঠোঁটের দূরত্ব মাত্র হাফ ইঞ্চি।
জানি না, কি হয়ে গেল, আমি নিজেকে সামলাতে পারি না, বৌদির ঠোঁটে ঠোঁট চেপে ধরি। টানা পনের সেকেন্ড ধরে উপভোগ করি বৌদির নরম ঠোঁটের উষ্ণতা।
বৌদি বাধা দেয় না, গভীর শ্বাস নেওয়া দেখে বুঝতে পারি , বৌদিও উপভোগ করছে এই চুম্বন। সাহস করে বৌদির ঠোঁট চুষতে শুরু করি, জিভ ঢুকিয়ে দিই বৌদির মুখের ভেতর। বৌদির জিভে নিজের জিভ রাখি, বৌদি এবারেও বাধা দেয় না, শুধু নিজের জিভে আমার জিভের স্পর্শ পেয়ে
"উ-ম-ম-ম"
করে একটা মৃদু শব্দ করে।