30-10-2023, 11:34 PM
(20-10-2023, 08:41 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:আপনাকে ধন্যবাদ। আমিও নদীর সাথে সাথেই চলেছি, আপনারাও সাথে চলুন।সোহিনীর সংসার কাহিনী প্রসঙ্গে বলি, কাহিনীর প্রারম্ভ হইতে যতদূর অবধি কাহিনী আগুয়ান হইয়াছে তাহাতে এই কাহিনীকে প্রেম পর্যায়ে ফেলিলে উচিৎ হইবে। তবে নিছক শরীরী প্রেম না রাখা বাঞ্ছনীয় বিশেষতঃ অম্লানের মধ্যে একধরণের ঔদার্য্য রহিয়াছে, বৃষ্টিতে নাচ, বনেদী বাড়ীর বউ হিসাবে নহে, বরং সোহিনী সোহিনীর পরিচয়ে থাকুক প্রভৃতি কথায় তাহাকে এক মুক্তমনা পৌরুষের অধিকারী বলিয়াই মনে হইতেছে। রক্ষণশীলা পরিবারে ফাঁসিয়া যাওয়া এক বিহঙ্গ সোহিনীর খাঁচামুক্তি ঘটুক অম্লানের হাত ধরিয়া। তবে শেষ সিদ্ধান্ত আপনারে লহিতে হইবে অতসী। ইহা আপনার কাহিনী, কোন পথে নদী বহিবে সেই খাত আপনাকেই নিৰ্ম্মাণ করিতে হইবে।
অতসী বন্দোপাধ্যায়