30-10-2023, 01:50 AM
(29-10-2023, 11:27 PM)ray.rowdy Wrote:খুব সুন্দর হয়েছে. আপনার কাছ থেকে এরকম আরো ভালো গল্পের আশা করি. যদিও এবার একটু বড়ো এবং গল্পের প্লট কিছুটা complex হলে দারুণ হবে. যাই হোক, আপনি আপনার মতো করে লিখতে থাকুন. শুভেচ্ছা রইলো.
এর আগে লেখার অভিজ্ঞতা ছিলো না। দু-চার বার কলম চালিয়েছি পাড়ার পুজোর স্যুভেনিরের পাতায়। ফরমায়েশি লেখা। কখনো সম্পাদকীয়, কখনো সভাপতি বা সহ সভাপতির বক্তব্য। ১০০ দর্শক, শূন্য পাঠক।
এই রকম ফোরামে লেখার অভিজ্ঞতা ছিলো না। যতটুকু পেরেছি, লিখেছি। এখন আপনাদের দরবারে।