29-10-2023, 02:00 AM
(29-10-2023, 01:46 AM)ray.rowdy Wrote:স্বামীর নাম অনিক, আপনিই নাম পরিবর্তন প্রথম খেয়াল করলেন। আমি ভুল সংশোধন করে নিয়েছি।অতসী, তুমি তোমার মতো পর্ব দিতে থাকো. যদি মনে হয় নতুন পর্ব দিতে বেশ কিছুদিন সময় লাগতে পারে, তখন আগে থেকে জানিয়ে রাখো. যদি তিন-চারদিনে পর্ব দাও, তবে ছোটো-মাঝারি আকারের চলে যায়, কিন্তু সাপ্তাহিক হলে বড়ো পর্বই কাম্য. পাঠক-পাঠিকারা এতোটুকু জানে যে বড়ো পর্ব লিখতে তুলনামূলকভাবে বেশী সময় লাগে.
আরেকটা কথা, পর্ব চারে সোহিনীর স্বামী ছিলো অনীক (অনিক) আর পর্ব পাঁচ আসতে আসতে ও হয়ে গেলো অয়ন !!!
লেখাটা বেশ ভালো হচ্ছে, এখনও পর্যন্ত গুছিয়ে লেখা লাগছে. এইভাবে লিখতে থাকো. শুভেচ্ছা রইলো.
আপনারা মন দিয়ে পড়েন সেটা জেনেই আমি অভিভূত।
অতসী বন্দোপাধ্যায়