29-10-2023, 01:46 AM
অতসী, তুমি তোমার মতো পর্ব দিতে থাকো. যদি মনে হয় নতুন পর্ব দিতে বেশ কিছুদিন সময় লাগতে পারে, তখন আগে থেকে জানিয়ে রাখো. যদি তিন-চারদিনে পর্ব দাও, তবে ছোটো-মাঝারি আকারের চলে যায়, কিন্তু সাপ্তাহিক হলে বড়ো পর্বই কাম্য. পাঠক-পাঠিকারা এতোটুকু জানে যে বড়ো পর্ব লিখতে তুলনামূলকভাবে বেশী সময় লাগে.
আরেকটা কথা, পর্ব চারে সোহিনীর স্বামী ছিলো অনীক (অনিক) আর পর্ব পাঁচ আসতে আসতে ও হয়ে গেলো অয়ন !!!
লেখাটা বেশ ভালো হচ্ছে, এখনও পর্যন্ত গুছিয়ে লেখা লাগছে. এইভাবে লিখতে থাকো. শুভেচ্ছা রইলো.