28-10-2023, 05:17 PM
<><><><><><><><>
আমার কৈফিয়ত
<><><><><><><><>
এখানেই শেষ করার ইচ্ছে ছিলো না। কিন্তু, মাঝে মাঝে মাথার ভেতর ব্লক হয়ে যায়। আজকে দুপুরের একটা আর রাতের একটা, দুটো সেশন মিনিমাম দেওয়ার ইচ্ছে ছিলো। কিন্তু, অহেতুক বাড়তি সময় লেগে যাবে। কারণ এই মুহুর্তে মাথা একদম ব্ল্যাঙ্ক।
যাই হোক মিতুর মা এপিসোডটা; গাড়িতে যেতে যেতে, শুনিয়ে দেবো। দুধের স্বাদ ঘোলেই মিটুক। ওখানেও; একটা আশা ভঙ্গের, বেদনা ছিলো। যতটা হবার কথা ছিলো, সেটা পুরো হয়নি। যেমন, এখানে হলো না। আসলে, আমি মনে করি; আমরা গল্পের ছকটাই তৈরি করি। তারপর গল্প নিজেই, নিজেকে প্রকাশ করে। সেখানে ঢোকা যায় না। তবে হ্যাঁ! অতৃপ্তির বেদনা আপনাকে এগিয়ে দেবে পরবর্তী গন্তব্যে। মিতুর মা আজ রাতেই দিয়ে, তালসারির খাতা বন্ধ।