25-10-2023, 02:07 AM
(This post was last modified: 25-10-2023, 02:08 AM by Arpon Saha. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-10-2023, 05:00 PM)Baban Wrote: পথিকের কাজই তো রাস্তায় হাঁটা। সেই ভাবেই হেঁটে আমরা সবাই এগিয়ে চলেছি। তাই এটাই বলবো যে - চলছে।
আপনাদের অনেকেরই যে আমার লেখা ওই গল্প গুলো মনে রয়ে গেছে এটাই তো আমার কাছে লেখক হিসেবে শ্রেষ্ঠ প্রাপ্তি। কিন্তু ভালো লাগার জিনিস যদি বারবার ফিরে ফিরে আসে তবে তার মূল্য কমতে থাকে। তাছাড়া এই মুহূর্তে অমন বড়ো কিছু লেখা আর হবে বলে মনে হয়না। আমার অন্যান্য ছোট বড়ো গল্প গুলো পড়ে দেখুন। যাত্রাপথে পাঠক হিসেবে পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ধন্যবাদ। শুভ বিজয়া
প্লিজ দাদা এরকম করে বলবেন না আসল জীবনে সবার ই ব্যস্ততা আছে কিন্তু আপনার মত লেখকের গল্প এখন খুব একটা পাচ্ছি না তাই পাঠক হিসেবে অনুরোধ আবার আপনি ফিরে আসুন আর আপনার ভালো জিনিসের মূল্য আমাদের মত পাঠকদের কাছে কখোনো কম হবে না। প্লিজ দাদা আপনি এবার রাজকীয় ভাবে প্রত্যাবর্তন করুন। এটা আপনার এক তুচ্ছ পাঠকের অনুরোধ বলতে পারেন।