24-10-2023, 11:14 PM
(24-10-2023, 10:44 PM)sunonda99 Wrote:সুনন্দা সেন। বয়স ২৬। ছেলের বয়স ৪ । পেশায় বাঙ্কের কর্মচারী। বিয়ের আগে সুনন্দার একটি বয়ফ্রেন্দ ছিল। নাম বিলাল। ২ বছরের মতো সম্পর্ক ছিল। কিন্তু বাড়ি থেকে না মেনে নেওয়ায় সুনন্দার মা প্রমিলা চটজলদি বিয়ে দিয়ে দেন পাশের গ্রামের প্রধান সুবেশ সেনের ছেলে স্যামলের সাথে। তবে, সুনন্দা বিয়ের ৮ মাসের মধ্যেই গর্ভবতী হয়ে যায়। এই গোপন রহস্য সুধু সুনন্দা আর ওর মা প্রমিলা জানেন । স্যামল বানারজি বয়স ৩০। বেসরকারি সংস্থা তে চাকরি করে। ভদ্র , শান্ত শিষ্ট । সুনন্দাই সামলের জীবনে প্রথম ও একমাত্র নারী।
সুবেশ সেন। বয়স ৫২। স্যামলের বাবা , সুনন্দার শ্বশুর। পেশায় পুলিস ছিলেন। এখন নারায়ণ গংজ এর গ্রাম প্রধান। স্ত্রী গত হয়েছেন ১৫ বছর আগে। তবে জীবনে নারী সঙ্গ কম জোটেনি।
প্রমিলা দেবি। বয়স ৪২। সুনুন্দার মা। একটি নারী সুরক্ষা NGO চালান । স্বামি প্রবীর কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন। তবে এখন কিছু করেন না। ইদানীং প্রবীরের খুব মদের নেশা চরেছে।
ভবেশ সেন। বয়স ৫০ । সুবেশ বানারজির ভাই। ও প্রিয়ার শ্বশুর।
প্রিয়া সেন। বয়স ২৮ বছর । ভবেশ এর বউমা। স্বামি পরিতোষ এর সাড়ির দোকান আছে।
মহম্মদ সেলিম । বয়স ৪০+। স্যামল বানাজির অফিসের বস। এখন ও বিয়ে করেন নি।
কেশবপুরের বিধায়ক। বয়স ৪৫। ডিভোর্সি। নাম বিমল মিত্র।
কেশবপুরের হেড পুলিস অফিসার আব্দুল হোসেন।
সেখ বিলাল । বয়স ৩২ । সুনন্দার প্রাক্তন বয়ফ্রেন্দ।
রিয়া দত্ত। সুনন্দার ছেলেবেলার কলেজের বান্ধবি। এখন স্যামলের অফিসে বস সেলিমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
মেয়ের বয়স ২৬ আর মায়ের বয়স ৪২? তার উপর আবার ভবেশ সেন, সুবেশ ব্যানার্জির ভাই? পুরো ঘেঁটে ঘ
कौन हैं ये लोग? कहां से आते हैं'