24-10-2023, 09:36 PM
হেনরী, text editor (সাদা অংশ) এ লেখা paste করে post করা হয়ে থাকে। এই text editor এর উপর দেখো দুটো bar রয়েছে। এর মধ্যে তোমার text কে edit করার বিভিন্ন option (button) রয়েছে। এর মধ্যে একটি button দেখো A (যার সঙ্গে একটি লাল রঙের up-down arrow) রয়েছে। ওটা text font size বড়ো ছোটো করার button। text editor এ তোমার পুরো লেখাটাকে select করে ওই button টাতে press করো, then select size 4, if not 5. then post. নিজে দেখেই তোমার font size কোনটা চোখে ভালো লাগে, সেই idea টা হয়ে যাবে। তবে mobile থেকে করাটা সত্যিই খুবই অসুবিধাজনক।